Ankush Hazra: নতুন ইনিংস প্রযোজক অঙ্কুশের, শ্যুটিং সেটে হঠাৎ হাজির অভিনেতার বাবা-মা!
Mirza Update: প্রথম দিন, ছবির শ্যুটিং শুরু করার আগে অঙ্কুশ সেটে নিয়ে এসেছিলেন তাঁর বাবা-মাকে। জীবনের বড় পদক্ষেপে এই দুজন প্রিয় মানুষকেও যেন সামিল করে নিতে চেয়েছেন তিনি
কলকাতা: এই ছবি তাঁর কাছে কেবল একটি ছবি নয়... কেরিয়ারের একটি বড় পদক্ষেপও। ছবিটি নিয়ে জলঘোলাও কম হয়নি, তবে বরাবারই নিজের বক্তব্যে কাজে অনড় ছিলেন অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। তিনি দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছিন, দেরি হলেও, 'মির্জা' (Mirza) আসছে। ছবির প্রস্তুতির কাজও চলছে। সেই মতো, বুধবার শহরে শুরু হল অঙ্কুশের নতুন ছবির শ্যুটিং।
প্রথম দিন, ছবির শ্যুটিং শুরু করার আগে অঙ্কুশ সেটে নিয়ে এসেছিলেন তাঁর বাবা-মাকে। জীবনের বড় পদক্ষেপে এই দুজন প্রিয় মানুষকেও যেন সামিল করে নিতে চেয়েছেন তিনি। অন্য়দিকে, অঙ্কুশের নতুন সফরে তাঁকে শুভেচ্ছা জানানোর জন্য এদিন শ্যুটিং সেটে দেখা গেল শ্রীকান্ত মোহতা, অতনু রায়চৌধুরী এবং অশোক ধানুকাকে। পুজো সেটে শ্যুটিং শুরু করেন অঙ্কুশ।
তবে কেবল কলকাতা নয়, 'মির্জা'-র চিত্রনাট্য়ের জন্য প্রয়োজন সমুদ্র। তাই কিছু অংশের শ্যুটিং হবে মন্দারমণিতে। এই ছবির মুখ্যভূমিকায় থাকছেন অঙ্কুশ এই খবর আগে থেকেই জানা ছিল সবার। তবে আকর্ষণ ছিল নারী চরিত্রকে নিয়ে। অঙ্কুশের প্রযোজনার প্রথম ছবিতে নায়িকা হিসেবে দেখা যাবে ঐন্দ্রিলা সেন (Oindrila Sen)-কে। তাঁর চরিত্রের নাম মুসকান।
সুমিত সাহিল পরিচালিত এই ছবি মুক্তি পাবে আগামী বছর। প্রথমের দিকে অঙ্কুশের যৌথভাবে পরিচালনা করার কথা ছিল এই ছবিটি। তবে তৎকালীন প্রযোজকের সঙ্গে কিছু সমস্যা হওয়ায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অঙ্কুশ জানান, যৌথভাবে নয়, তিনি একাই প্রযোজনা করবেন ছবিটি। সেই মতো প্রস্তুতিও নিতে শুরু করেছিলেন তিনি। দেব থেকে শুরু করে জিৎ, সোহম... অনেক অভিনেতারাই অন্যান্য প্রযোজকদের সঙ্গে ছবি করার পাশাপাশি নিজেদের প্রযোজনা সংস্থার জন্য ছবি তৈরি করছেন। সেই দলে এবার নাম লেখালেন অঙ্কুশও। নিজের নতুন কাজ নিয়ে যথেষ্ট আশাবাদী তিনি।
View this post on Instagram
আরও পড়ুন: Mithun Chakraborty: 'আমি ইন্ডাস্ট্রিতে টিকে আছি আমার প্রতিভার জোরে, আমার সততার জোরে'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।