Biyer Phool: দাদুকে বাড়ি ফিরিয়ে আনতে ফন্দি আঁটে ইচ্ছে ও কলি, কিন্তু এতে হিতে বিপরীত হবে না তো?
Serial Update: চিরো কুমার ব্রহ্মচারী গৃহ ত্যাগ করেছেন। কিন্তু দাদুকে তো বাড়ি ফিরিয়ে আনতে হবে। ইচ্ছে ও কলি প্ল্যান করে দাদুকে ফিরিয়ে আনার। তারপর?
কলকাতা: সান বাংলার (Sun Bangla) জনপ্রিয় ধারাবাহিক 'বিয়ের ফুল' (Biyer Phool) ইতিমধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে পাকাপাকি। 'মহিলা বর্জিত' বাড়ির ছেলেদের বিয়ে হবে নাকি সারাজীবন তাঁরা দাদুর কথা শুনেই কাটাবে? কোন দিকে মোড় নেবে এই সপ্তাহের গল্প (Serial Update)?
'বিয়ের ফুল' ধারাবাহিকের গল্পে নয়া মোড়
চিরো কুমার ব্রহ্মচারী গৃহ ত্যাগ করেছেন। কিন্তু দাদুকে তো বাড়ি ফিরিয়ে আনতে হবে। ইচ্ছে ও কলি প্ল্যান করে দাদুকে ফিরিয়ে আনার। দাদু আশ্রমে বসে যখন প্রায়শ্চিত্ত করছেন তখনই হঠাৎ টিভিতে দেখতে পান লাইভ টেলিকাস্ট হচ্ছে এক বিশেষ খবর। কী দেখানো হচ্ছে সেখানে? টিভিতে কিনা বলা হচ্ছে যে ব্রহ্মচারী বাড়ির বাকি ছেলেরা বিয়ে করতে চলেছে খুব শীঘ্রই।
এবার এমন খবর দেখে দাদু কি আর শান্ত বসে থাকতে পারেন? টিভি দেখে দাদু রেগে ওঠেন এবং বাড়ির দিকে রওনা দেন। দর্শনা জানতে এই পুরো টেলিকাস্টটা করিয়েছে ইচ্ছে এবং কলি। চিরো কুমার যখন বারি ফিরে আসেন, দর্শনা এসে ইচ্ছে এবং কলির কুকীর্তি জানায় দাদু এবং বাকিদের। কলি কার্যকলাপ শুনে স্বর্ণ তার প্রতি আরও রেগে যায়। সে মনে মনে সিদ্ধান্ত নিয়ে নেয় যে কলিকে সে কোনওদিন ক্ষমা করবে না। এবার কলি কি পারবে স্বর্ণর মন জয় করতে? আরও কী কী ট্যুইস্ট আসছে গল্পে? এই সব প্রশ্নের উত্তর পেতে দেখতে হবে 'বিয়ের ফুল' রোজ রাত ৮টায়, সান বাংলায়।
'বিয়ের ফুল' ধারাবাহিকের মূল গল্প এক ঝলকে
জুন মাসেই শুরু হয়েছে সান বাংলার নতুন ধারাবাহিক 'বিয়ের ফুল'। এই ধারাবাহিক শোনায় পাঁচ ভাই ও তাদের দাদুর গল্প। পরিবারের বড় ভাই মারা গেছে যুবক বয়সেই। দাদুর আশীর্বাদ ও অধ্যক্ষের ছায়াতলে এই পাঁচ ভাইয়ের জীবন কাটে। তাদের জীবনের একমাত্র লক্ষ্য হল কোনও মহিলার সংস্পর্শে না আসা। দাদুর (চিরো কুমার ব্রহ্মচারী) সঙ্গে নাতিরা প্রতিদিন সকালে প্রতিশ্রুতি পালন করে বিয়ে না করার।
আরও পড়ুন: Raj Kundra: এবার অভিনয়ে রাজ কুন্দ্রা! ব্যবসায়ীর জেলে কাটানো সময় নিয়ে তৈরি হবে ছবি, খবর সূত্রের
কিন্তু কেন এমন অদ্ভুত লক্ষ্য? নারীদের থেকে তাদের দূরে থাকার পিছনে একটি বড় কারণ হচ্ছে অতীতের এক দুর্ঘটনা। যেই দুর্ঘটনার কারণে দর্শনার একমাত্র লক্ষ্য হয় যে ব্রহ্মচারী পুত্রের কেউ যেন বিয়ে না করে তা নিশ্চিত করা। দর্শনা সর্বদা ব্রহ্মচারী পরিবারের ক্ষতি করার উপায় খুঁজে বের করে। বক্সিং চ্যাম্পিয়ন ইচ্ছে ছোট ভাই আর্য কুমারের প্রেমে পড়ে যায় ও কলি, স্বর্ণ কুমারের প্রেমে হাবুডুবু। তাদের এই ভালোবাসা তাদের কোথায় নিয়ে যাবে? তারা কি পারবে নিজেদের মনের মানুষকে বিয়ে করতে?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন