Swarnendu Sruti: 'তোমায় বয়স আমার গর্ব', জন্মদিনে স্বর্ণেন্দুকে বার্তা শ্রুতির
Swarnendu Sruti Update: সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে ছবি শেয়ার করে নিয়েছেন শ্রুতি। সোশ্যাল মিডিয়ায় শ্রুতি লিখেছেন, 'শুভ জন্মদিন লাইফ লাইন। তোমায় ভালোবাসি সোনা বুড়ো
কলকাতা: প্রমিকের জন্মদিন । সোশ্যাল মিডিয়ায় আদুরে ছবি শেয়ার করছেন অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das)। আজ পরিচালক-প্রযোজক স্বর্ণেন্দু সমাদ্দার (Swarnendu Samaddhar)-এর জন্মদিন ।
সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে ছবি শেয়ার করে নিয়েছেন শ্রুতি । সোশ্যাল মিডিয়ায় শ্রুতি লিখেছেন, 'শুভ জন্মদিন লাইফ লাইন (Lifeline)। তোমায় ভালোবাসি সোনা বুড়ো । তুমি ৪০-এ পা দিলে এইবছর, এটা আমার গর্ব ।' খুনসুটি করে শ্রুতি জুড়ে দিয়েছেন বুড়ো বুড়ি হ্যাশট্যাগ ।
আরও পড়ুন: Jeetu Nabanita: জিতু ও নবনীতাকে লুচি আলুরদমের সঙ্গে তুলনা! সোশ্যাল মিডিয়ায় খুনসুটি খোদ অভিনেতার
'ত্রিনয়নী' ধারাবাহিকে অভিনয় করার সময়ই পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান শ্রুতি । ইন্ডাস্ট্রির অনেকে সেই সম্পর্কে খুশি হলেও, স্বর্ণেন্দু আর শ্রুতির বয়সের পার্থক্য় নিয়ে চরম কটাক্ষের মুখে পড়েন শ্রুতি । যদিও সেই সমস্ত ট্রোলিং-এর যোগ্য জবাব দেন নায়িকা । প্রেম নিয়ে কখনোই লুকোচুরি করেননি শ্রুতি । তাঁর সোশ্যাল মিডিয়া খুললেই ঝলমল করে ওঠে স্বর্ণেন্দুর সঙ্গে কাটানো তাঁর বিভিন্ন প্রেমের মুহূর্তের ছবি । অন্যদিকে শ্রুতির প্রেমের ছোঁয়া স্বর্ণেন্দুর প্রোফাইলেও । তাঁর রিলেসানশিপ স্টেটাসে লেখা, 'এনগেজডট' ।
বিভিন্ন অনুষ্ঠানে সবসময়েই পাশাপাশি স্বর্ণেন্দু-শ্রুতি। একে অপরের পারিবারিক অনুষ্ঠানেও থাকেন তাঁরা। আপাতত ধারাবাহিক 'গৌরী এল' নিয়ে ব্যস্ত স্বর্ণেন্দু । অন্যদিকে নিজের জীবন ও কেরিয়ার নিয়ে ব্যস্ত শ্রুতিও । স্বর্ণেন্দুর নতুন ধারাবাহিকের পরিচালনার জন্য বিভিন্ন সময়ে বাইরে যেতে হয় তাঁকে । একবার স্বর্ণেন্দুর জন্মদিন কেটেছিল বাইরে । দূর থেকেই প্রেমিককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন শ্রুতি ।
View this post on Instagram