এক্সপ্লোর
মঞ্চে অক্ষয় কুমারের বিপজ্জনক স্টান্ট দেখে স্ত্রী টুইঙ্কল বললেন, বাড়ি এসো....

মুম্বই: বিপজ্জনক স্টান্ট ও অ্যাকশনের জন্য পরিচিত অক্ষয় কুমার। সম্প্রতি অ্যামাজনের একটি ইভেন্টে জামাকাপড়ে আগুন ধরিয়ে মঞ্চে পৌঁছে গিয়েছিলেন তিনি। এই স্টান্ট নিয়ে অক্ষয়ের স্ত্রী টুইঙ্কল খন্নার প্রতিক্রিয়াও সামনে এসেছে। টুইঙ্কল এই স্টান্টের উল্লেখ করে লিখেছেন, তুমি নিজের জামা-কাপড়ে আগুন ধরানোর সিদ্ধান্ত নিয়েছিলে। বাড়ি এসো, এ যাত্রায় বেঁচে গেল আমি তোমাকে ছাড়ব না। হে ভগবান। এ ধরনের স্টান্ট দেখে তিনি যে রেগে গিয়েছেন, তা তাঁর ট্যুইটেই স্পষ্ট।
স্ত্রীর এই ট্যুইটের জবাবে অক্ষয় কুমার লিখেছেন, এবার কিন্তু সত্যিকারের ভয়ের ব্যাপার! অক্ষয় কুমার ওই ইভেন্টে পৌঁছলে তাঁকে মঞ্চে ডাকা হয়।অক্ষয় যখন দুরন্ত স্টান্টে মঞ্চে প্রবেশ করলেন, তখন দর্শকরা কিছুক্ষণের জন্য যেন নিজেদের চোখকেও বিশ্বাস করতে পারছিলেন না। জামা-কাপড়ে আগুন ধরিয়ে বিপজ্জনক স্টান্ট করলেন অক্ষয়।Now that’s something I’d actually be afraid of ???? https://t.co/cqCqXDrbSs
— Akshay Kumar (@akshaykumar) March 5, 2019
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের






















