এক্সপ্লোর
Advertisement
আপনি সব সময় সুহানার খারাপ ছবি পোস্ট করেন; সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হলেন এসআরকে কন্যার এই বন্ধুর মা
মাহিপকে অনেকে প্রশ্ন করেছেন, নিজের মেয়ের তো বেছে বেছে ভাল ছবি পোস্ট করেন, সুহানার এত খারাপ ছবি দেন কেন?
মুম্বই: বলিউডের সক্কলে জানে, শাহরুখ খানের মেয়ে সুহানা, সঞ্জয় কপূরের মেয়ে শানায়া ও চাঙ্কি পাণ্ডে কন্যা অনন্যা বেস্ট ফ্রেন্ড। এঁদের মধ্যে অনন্যা বড় পর্দায় এসে গিয়েছেন, বাকিদের আসা সময়ের অপেক্ষা। তিন বন্ধুকে হামেশাই এক সঙ্গে দেখা যায় মুম্বইয়ের এখানে ওখানে। কিন্তু এঁদের সুখের সংসারে আগুন ধরাতে সোশ্যাল মিডিয়াই যথেষ্ট। শানায়ার মা মাহিপ একটি ছবি পোস্ট করেছেন, তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে ইনস্টাগ্রামে।
মাহিপ মাঝে মধ্যেই পোস্ট করেন মেয়ে ও তাঁর বন্ধুদের পুরনো সব ছবি। এবার এমনই এক ছবি পোস্ট করেছেন তিনি, ছবিতে তাঁর মেয়ে ও তাঁর দুই বন্ধু অনন্যা ও সুহানা যেমন রয়েছেন, তেমনই আছেন সুহানার মা গৌরী ও অনন্যার মা ভাবনা। আছেন মাহিপ নিজেও। তবে তাঁদের তিন কন্যাই তখন বেশ ছোট।
আর এই ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ধুম। অনন্যা, শানায়ার প্রশংসা হলেও সুহানার লুক মোটেই পছন্দ হয়নি মানুষজনের। উল্টে মাহিপকে অনেকে প্রশ্ন করেছেন, নিজের মেয়ের তো বেছে বেছে ভাল ছবি পোস্ট করেন, সুহানার এত খারাপ ছবি দেন কেন?
দেখুন কিছু মন্তব্য
এই প্রথম অবশ্য নয়, সুহানা এর আগেও বেশ কয়েকবার ট্রোলিংয়ের শিকার হয়েছেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement