Yash Chopra Death Anniversary: 'নিজের সঙ্গে আমার একটা অংশও নিয়ে গেছেন,' যশ চোপড়ার মৃত্যুবার্ষিকীতে স্মরণ ছেলে উদয় চোপড়ার
Yash Chopra Death Anniversary: 'ধুম' খ্যাত অভিনেতা আরও লেখেন, 'কিন্তু তাঁর প্রতি যে কেবল আমার ভালবাসা ছিল তাই নয়। আমি যেন একটা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে হারিয়ে ফেলেছি।'
নয়াদিল্লি: ৯ বছর আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চিত্র পরিচালক যশ চোপড়া। শাহরুখ খান, ক্যাটরিনা কইফ ও অনুষ্কা শর্মা অভিনীত 'জব তক হ্যায় জান' ছিলল তাঁর তৈরি শেষ সিনেমা। সম্প্রতি অভিনেতা উদয় চোপড়া প্রয়াত বাবার উদ্দেশে একটি আবেগঘন পোস্ট করেন নিজের ট্যুইটার হ্যান্ডলে।
গতকাল ট্যুইট করে উদয় লেখেন, 'আমার বাবা ৯ বছর আগে আজকের দিনে মারা গিয়েছিলেন। তিনি শুধু সিনেমা জগতেই নয়, যাঁদের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল সকলের জীবনেই তিনি শূন্যস্থান তৈরি করে গেছেন। আমার তো মনে হয় তিনি নিজের সঙ্গে আমারও একটা অংশ নিয়ে গেছেন যা আমি কখনও হয়তো ফেরত পাব না কিন্তু তাতে কোনও অসুবিধা নেই। আমরা সকলেই অসম্পূর্ণ এবং সেইভাবেই বেঁচে থাকা শিখে নেওয়া উচিত আমাদের।'
My father passed away this day 9 years ago. He left a void not only in the film industry but in the lives of all he touched. I think he took a part of me with him which I may never get back, but that is fine. We are all incomplete beings and we must learn to live with that.
— Uday Chopra (@udaychopra) October 21, 2021
'ধুম' খ্যাত অভিনেতা আরও লেখেন, 'কিন্তু তাঁর প্রতি যে কেবল আমার ভালবাসা ছিল তাই নয়। আমি যেন একটা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে হারিয়ে ফেলেছি। আমরা ভীষণভাবে আলাদা দু'জন মানুষ ছিলাম সেটা বোঝা সত্ত্বেও একে অন্যকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করেছিলাম। আমি সেভাবেই তাঁকে মনে রাখতে চাই... শ্রদ্ধা এবং কৌতুকের সঙ্গে। আমার বাবা সবসময়।'
আপাতত রুপোলি পর্দায় বিশেষ কোনও ছবি নেই উদয় চোপড়ার। ২০১৩ সালে 'ধুম ৩' ছবিতে শেষ দেখা গিয়েছিল তাঁকে। সেখানে আলি আকবরের চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাঁকে।