Shah Rukh Khan: শাহরুখ এখনও 'আই অ্যাম দ্য বেস্ট', জমিয়ে দিলেন মুম্বই পুলিশের অনুষ্ঠান
Shah Rukh Khan at Umang 2022: বাদশাহি মেজাজে ফের একবার মঞ্চ মাতালেন শাহরুখ। উপলক্ষ্য, 'উমঙ্গ ২০২২'। মুম্বই পুলিশের সম্মানার্থে আয়োজিত এই বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে রবিবার পারফর্ম করেন কিং খান
মুম্বই: মুম্বই পুলিশের উমঙ্গ অনুষ্ঠানে আগেও পারফর্ম করেছেন তিনি। কিন্তু মঞ্চে এত প্রাণবন্ত তাঁকে কমই দেখিয়েছে। হবে নাই বা কেন! বলিউডে নয় নয় করে ৩০ বছর কাটিয়ে ফেলেছেন। শাহরুখ খান (Shah Rukh Khan) রয়েছেন খোশমেজাজে।
বাদশাহি মেজাজে ফের একবার মঞ্চ মাতালেন শাহরুখ। উপলক্ষ্য, 'উমঙ্গ ২০২২' (Umang 2022) । মুম্বই পুলিশের সম্মানার্থে আয়োজিত এই বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে রবিবার পারফর্ম করেন কিং খান। নিজের আসন্ন তিন ছবির কাজ নিয়ে আপতত বেজায় ব্যস্ত শাহরুখ। মিডিয়াকে অত্যন্ত সুকৌশলে এড়িয়ে চলছেন তারকা। তবে রবিবারের অনুষ্ঠানের লাইমলাইট কেড়ে নিলেন সুপারস্টার।
অনুষ্ঠানের একাধিক ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। সেখানে সাদা শার্ট আর কালো ব্লেজারে একদম ফর্ম্যাল লুকে পাওয়া গেল অভিনেতাকে। ‘ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি’ ছবির ‘আই অ্যাম দ্য বেস্ট’ গানে জমিয়ে নাচেন শাহরুখ। শাহরুখের প্রাণশক্তি সকলকে মুগ্ধ করে দিয়েছে।
শুধু শাহরুখই নন, এদিন শেহনাজ গিল (Shehnaz Gill) -সহ বি-টাউনের বহু তারকা পারফর্ম করেন উমঙ্গ-এর মঞ্চে। সব মিলিয়ে জমজমাট অনুষ্ঠানের সাক্ষী রইল রবিবারের মুম্বই।
বলিউডে শাহরুখ খানের ৩০ বছর
দেখতে দেখতে ৩০ বছর পার। রবিবার বলিউডে তিন দশক উদযাপন করলেন কিং খান (King Khan)। আর এই বিশেষ দিনে অনুরাগীদের জন্য আরও এক বিশেষ উপহার নিয়ে এলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। রবিবারই সোশ্যাল মিডিয়ায় মুক্তি পায় 'পাঠান' (Pathaan) ছবির টিজার।
আরও পড়ুন: Sohobashe: 'সহবাসে' অনুভব-ইশা, ২২ জুলাই মুক্তি পাবে প্রেমের গল্প
বলিউডে পা রাখার ত্রিশ বছর পার করলেন শাহরুখ খান। আর এই বিশেষ দিনে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে কিং খান পোস্ট করলেন তাঁর বহু প্রতীক্ষিত 'পাঠান' ছবির টিজার। প্রকাশ পেল তাঁর প্রথম লুক। কয়েক সেকেন্ডের টিজারে দেখা গেল ক্যামেরার দিকে পিছন করে কিং খানকে বন্দুক হাতে দাঁড়িয়ে থাকতে। সম্পূর্ণ মুখ দেখা না গেলেও রক্তাক্ত ও ছেঁড়া পোশাকে দেখা গেল তাঁকে। আর সবশেষে কিং খানের গলায় শোনা গেল, 'শীঘ্রই দেখা হচ্ছে, পাঠানের সঙ্গে।' ছবিটি মুক্তি পাচ্ছে ২০২৩ সালের ২৫ জানুয়ারি।