এক্সপ্লোর
Advertisement
‘অশালীনভাবে’ স্পর্শ করেছেন বনি কপুর, ভিডিও ভাইরাল, অস্বীকার ঊর্বশীর
মুম্বই: সম্প্রতি বনি কপুর ও ঊর্বশী রাউতেলার একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি অনুষ্ঠানে গিয়ে পাপারাৎজিদের জন্য পোজ দিচ্ছেন বনি কপুর ও ঊর্বশী রাউতেলা। পোজ দেওয়ার সময় বনি কাপুর তাঁকে ‘অশালীনভাবে’ স্পর্শ করেছেন বলে অভিযোগ ছড়ায়।
প্রযোজক জয়ন্তিলাল গাদার ছেলে অক্ষয়ের বিয়ের রিসেপশনে সামিল হয়েছিলেন প্রচুর বলিউড তারকা। মিনি মাথুর, পদ্মিনী কোলাপুরি, সুভাষ ঘাই, অর্জুন রামপাল সহ হাজির ছিলেন আরও অনেক তারকা। বনি ও ঊর্বশীও উপস্থিত হয়েছিলেন।
এই অনুষ্ঠানের ভিডিওই প্রকাশ পায় ইন্টারনেটে। ঊর্বশীকে ‘অশালীনভাবে’ স্পর্শ করার জন্য ইন্টারনেটে যথেষ্ট অপমানজনক কথা বলা হয় ৬২ বছরের এই প্রযোজককে। তাঁকে বলা হয়, এমন কাজের জন্য তাঁর লজ্জা হওয়া উচিত।
ইন্টারনেটে ও সংবাদমাধ্যমে এই ঘটনা নিয়ে নিন্দার ঝড় উঠলে প্রতিবাদে সরব হন ঊর্বশী। বনির বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে তিনি টুইট করেন, এটা কোনও সংবাদ মাধ্যমের বিষয়বস্তু হতে পারে, সেটাই নিন্দার। তিনি আরও লেখেন, নারী শক্তির কথা বলার আগে উচিত মেয়েদের সন্মান করতে শেখা।
Presumably one of the India's 'SUPREME' newspaper and this is 'NEWS'!!??
Please dont talk about GIRL POWER or WOMEN’S LIBERATION when YOU don't know how to RESPECT/HONOUR GIRLS. pic.twitter.com/QK2Xc2tuSB
— URVASHI RAUTELA (@UrvashiRautela) April 1, 2019
বর্তমানে ‘পাগলপন্তি’ ছবিতে কাজ করছেন ঊর্বশী রাউতেলা।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement