Celebrities First Karwa Chauth: স্ত্রী নাতাশার প্রথম করবা চৌথ, কোন বলি তারকা বরুণ ধবনকে বললেন আদর্শ স্বামী?
এবার স্ত্রী নাতাশার করবা চৌথের ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করেছেন বলিউড অভিনেতা বরুণ ধবন। আর তাঁর পোস্ট করা ছবি দেখে তাঁকে 'আদর্শ স্বামী' বলে কমেন্ট করেছেন বলিউডেরই আর এক জনপ্রিয় তারকা।
মুম্বই : সারাদেশ জুড়ে সাধারণ মানুষ থেকে তারকারা প্রত্যেকেই করবা চৌথ (Karwa Chauth 2021) পালন করছেন। হিন্দু বিবাহিত নারীদের কাছে করবা চৌথের ব্রত মাহাত্ম্যপূর্ণ। বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি, ইয়ামি গৌতম থেকে ভোজপুরি সেনসেশন মোনালিসা, প্রত্যেকেই করবা চৌথ উদযাপনের ছবি পোস্ট করে বাকিদেরও শুভেচ্ছা জানিয়েছেন। পিছিয়ে নেই বলিউডের অভিনেতারাও। অমিতাভ বচ্চন তাঁর 'কভি খুশি কভি গম' ছবিতে জয়া বচ্চনের সঙ্গে করবা চৌথ উদযাপনের একটি ছবি পোস্ট করেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। যা দেখে বিগ বি-কে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। এবার স্ত্রী নাতাশার করবা চৌথের ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করেছেন বলিউড অভিনেতা বরুণ ধবন (Varun Dhawan)। আর তাঁর পোস্ট করা ছবি দেখে তাঁকে 'আদর্শ স্বামী' বলে কমেন্ট করেছেন বলিউডেরই আর এক জনপ্রিয় তারকা।
বিয়ের পর প্রথমবার করবা চৌথ উদযাপন করছেন বলিউড অভিনেতা বরুণ ধবনের স্ত্রী নাতাশা দালাল। চলতি বছরের জানুয়ারি মাসে তাঁকে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর প্রথম করবা চৌথ পালনের যে ছবি বরুণ ধবন পোস্ট করেছেন, তাতে তাঁর স্ত্রী নাতাশার চেহারায় ফুটে উঠেছে অন্যরকম খুশি। ল্যাভেন্ডার রঙের পোশাকে তাঁর মুখে হাসি ফুটে উঠেছে। একইরকম হাসিমুখে দেখা যাচ্ছে বরুণ ধবনকেও। আর স্ত্রীর সঙ্গে বরুণ ধবনের করবা চৌথ উদযাপন করার ছবি দেখে কমেন্টে ভরিয়ে দিয়েছেন অনুরাগী থেকে বলিউডের অন্যান্য তারকারাও। নার্গিস ফকরি থেকে মৌনী রয়, প্রত্যেকেই কমেন্টে শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু বলিউডের এই মুহূর্তের অন্যতম জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ান বরুণ ধবনের পোস্টের কমেন্টে লিখেছেন 'আদর্শ স্বামী'।
'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ হয়েছিল বরুণ ধবনের। তাঁর 'বদলাপুর', 'দিলওয়ালে','সুই ধাগা' প্রভৃতি ছবি খুবই প্রশংসিত হয়। এই মুহূর্তে তিনি 'যুগ যুগ জিও', 'ভেড়িয়া' ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।