এক্সপ্লোর
বরুণ ধবনের কুলি নাম্বার ওয়ান প্রথম প্লাস্টিক মুক্ত বলিউড ছবি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসের ভাষণে দেশবাসীকে প্লাস্টিক ব্যবহার বন্ধ করার অনুরোধ করেন, বলেন, যেন চট ও কাপড়ের থলের ব্যবহার বাড়ান তাঁরা। এরপরেই কুলি নাম্বার ওয়ান টিমের এই উদ্যোগ।

মুম্বই: বরুণ ধবনের আগামী ছবি কুলি নাম্বার ওয়ান প্রথম প্লাস্টিক মুক্ত বলিউড ছবির তকমা পেতে চলেছে। ছবির প্রযোজক দীপশিখা দেশমুখ এ কথা জানিয়েছেন।
Going #Plasticfree on #CoolieNo1
One sip at a time - hope we inspire many #BeatPlasticPollution #StayHydrated Thank u to the Coolie-est Team for making rhis happen ❤️❤️❤️❤️❤️ @jackkybhagnani @poojafilms @Varun_dvn #SaraAliKhan #DavidDhawan @vashubhagnani @SirPareshRawal pic.twitter.com/tl0ByrEDUa
— Deepshikha DDeshmukh (@honeybhagnani) September 1, 2019
ছবি প্লাস্টিক মুক্ত রাখার জন্য প্রযোজকের সিদ্ধান্তকে ধন্যবাদ জানিয়েছেন বরুণও। অনুরোধ করেছেন, তাঁর অন্য সহকর্মীরাও যেন এক পথ অনুসরণ করেন। Being a plastic-free nation is the need of the hour and great intiative taken by our prime minister and we can all do this by making small changes. The sets of #CoolieNo1 will now only use steel bottles. @PMOIndia pic.twitter.com/T5PWc4peRX
— Varun Dhawan (@Varun_dvn) September 1, 2019
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসের ভাষণে দেশবাসীকে প্লাস্টিক ব্যবহার বন্ধ করার অনুরোধ করেন, বলেন, যেন চট ও কাপড়ের থলের ব্যবহার বাড়ান তাঁরা। এরপরেই কুলি নাম্বার ওয়ান টিমের এই উদ্যোগ। কুলি নাম্বার ওয়ান পরিচালনা করছেন ডেভিড ধবন। বরুণ ছাড়া ছবিতে রয়েছেন সারা আলি খান ও পরেশ রাওয়াল। আগামী বছর ১ মে মুক্তি পাবে ছবিটি। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















