Dharmendra: স্মৃতিতে ভিড় করে আসে শৈশব, মায়ের কথা... কর্ণ দেওলের বিয়েতে বিশেষ কবিতা শোনালেন ধর্মেন্দ্র
Dharmendra Recitation: মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেন অনুপম খের। ক্যাপশনে জানান কর্ণের বিয়েতে তাড়াতাড়ি পৌঁছে যাওয়ায় ধর্মেন্দ্রর সঙ্গে আলাদা সময় কাটাতে পারেন তিনি।
নয়াদিল্লি: ১৮ জুন সানি দেওলের (Sunny Deol) ছেলে কর্ণ দেওলের (Karan Deol) সঙ্গে গাঁটছড়া বাঁধেন দৃশা আচার্য (Drisha Acharya)। নিজের নাতির বিয়ের অনুষ্ঠানে স্মৃতির সাগরে ডুব দিলেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র (Dharmendra)। কর্ণের ঠাকুর্দা ও প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র নাতির বিয়ের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন। সম্প্রতি অভিনেতা অনুপম খের (Anupam Kher) একটি ভিডিও পোস্ট করেন আনন্দানুষ্ঠানের। সেখানে দেখা গেল কবিতা আবৃত্তি করছেন ধর্মেন্দ্র। অভিনেতার পারফর্ম্যান্সে মুগ্ধ অনুপম খের ও রাজ বব্বর (Raj Babbar)।
নাতির বিয়েতে কবিতা পাঠ ধর্মেন্দ্রর
মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেন। ক্যাপশনে জানান কর্ণের বিয়েতে খানিক তাড়াতাড়ি পৌঁছে যাওয়ায় ধর্মেন্দ্রর সঙ্গে আলাদা সময় কাটাতে পারেন অনুপম খের ও রাজ বব্বর। ভিডিওর শুরুতেই কণ্ঠ পাওয়া যায় অনুপম খেরের। বলাই বাহুল্য ভিডিও রেকর্ড তিনিই করেছেন। তাঁকে বলতে শোনা যায়, 'ধরমজি আপনি খুব সুন্দর একটা কিছু শোনাচ্ছিলেন।' তারপরই অভিনেতা বলতে শুরু করেন তাঁর 'নজম'-এর কয়েকটি পংক্তি। পাশে সোফায় বসে থাকতে দেখা যায় রাজ বব্বরকে।
हम जब बड़े हो जाते हैं।उम्र में या रुतबे में।तो अपने छोड़े हुए घर की बहुत याद आती है। उस घर की, जहाँ हमने अपना बचपन गुज़ारा होता है। उस दिन मेरे दोस्त सनी देओल के बेटे, करण की शादी में कुछ जल्दी पहुँच गया तो धरम जी के साथ वक़्त गुज़ारने का मौक़ा मिला।धरम जी अपनी लिखी हुई नज़्म… pic.twitter.com/truylYA6Yw
— Anupam Kher (@AnupamPKher) June 27, 2023
এদিন ভিডিও পোস্ট করে ক্যাপশনে অনুপম খের লেখেন, 'আমরা যখন বড় হয়ে যাই, বয়সে বা যশে, তখন আমাদের ছেড়ে আসা বাড়ির কথা খুব মনে পড়ে। সেই ঘর, যেখানে আমাদের শৈশব কাটিয়েছি। সেদিন আমার বন্ধু সানি দেওলের ছেলে, কর্ণের বিয়েতে খানিক তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম তাই ধরমজির সঙ্গে সময় কাটানোর সুযোগ পাই। ধরমজি নিজের লেখা নজম (কবিতা)-এর কয়েক পংক্তি গুনগুন করছিলেন। যা আমার আর রাজ বব্বর জির হৃদয় স্পর্শ করে। আমার অনেক অনুরোধের পর এই নজম রেকর্ড করতে রাজি হন তিনি। আপনারাও শুনুন। আপনাদেরও নিজের শৈশব, নিজের ঘর ও নিজের মায়ের কথা খুব মনে পড়বে। ধন্যবাদ ধর্মেন্দ্র জি।'
আরও পড়ুন: Overeating Habit: অসময়ে বেশি খাবার খেয়ে ফেলার প্রবণতা রয়েছে? এই সমস্যা দূর করতে কী কী করবেন
ভিডিও পোস্ট হতেই ভালবাসা জানাতে থাকেন অনুরাগীরা। অনেকেই প্রবীণ অভিনেতার এই আবৃত্তি শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন