Nirmala Mishra Demise: সঙ্গীতজগতে নক্ষত্রপতন, প্রয়াত নির্মলা মিশ্র
Nirmala Mishra Death: প্রয়াত সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্র। বয়স হয়েছিল ৮৪ বছর।
![Nirmala Mishra Demise: সঙ্গীতজগতে নক্ষত্রপতন, প্রয়াত নির্মলা মিশ্র Veteran Singer Nirmala Mishra Passes Away Nirmala Mishra Demise: সঙ্গীতজগতে নক্ষত্রপতন, প্রয়াত নির্মলা মিশ্র](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/31/dadb4f557b12f9deec9ef8d56407c1801659209018_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Kolkata: প্রয়াত সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্র। শনিবার রাত ১২টা ৫ মিনিটে কলকাতার বাড়িতেই জীবনাবসান হয়েছে সঙ্গীতশিল্পীর। বয়স হয়েছিল ৮৪ বছর। চেতলার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে নির্মলা মিশ্রের। এমনটাই জানিয়েছেন প্রয়াত সঙ্গীতশিল্পীর চিকিৎসক কৌশিক চক্রবর্তী। রাতে সাদার্ন এভিনিউয়ের একটি নার্সিংহোমে রাখা থাকবে সঙ্গীতশিল্পীর মরদেহ। পরিবার সূত্রে খবর, তিনি বাড়িতেই ছিলেন। গত তিন চারদিন ধরে অসুস্থ ছিলেন সঙ্গীতশিল্পী। এর আগেও একাধিকবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। কিন্তু গত কয়েকমাস ধরে তিনি হাসপাতালে ভর্তি হতে চাইছিলেন না। তাই বাড়িতে থেকেই চলছিল চিকিৎসা। আজ রাতে আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর মৃত্যু হয় তাঁর।
নির্মলা মিশ্রের ব্যক্তিগত চিকিৎসক কৌশিক চক্রবর্তী জানিয়েছেন, হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে তাঁর। চিকিৎসক আরও জানিয়েছেন, এর আগেও একাধিক বার, তিন থেকে চার বছরে ১০ থেকে ১৫ বার হাসপাতালে ভর্তি হয়েছিলেন নির্মলা মিশ্র। অন্তত তিনবার তাঁর স্ট্রোক হয়েছিল। হার্ট অ্যাট্যাকও হয়েছিল দু'বার। তবে বার্ধ্যক্যজনিত অসুস্থতা নিয়ে বারবার হাসপাতালে ভর্তি হলেও সুস্থ হয়েই বাড়ি ফিরেছিলেন তিনি। পরিবারসূত্রে খবর, আগামীকাল সকাল ১০টা, সাড়ে ১০টা নাগাদ শিল্পীর মরদেহ শায়িত থাকবে রবীন্দ্র সদনে। জানা গিয়েছে, মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নিয়েছে প্রয়াত শিল্পীর পরিবার। তবে আগামীকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কেওড়াতলায় শিল্পীর শেষকৃত্য হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন প্রয়াত শিল্পীর চিকিৎসক। তিনি আরও জানিয়েছেন যে আজ অসুস্থ হওয়ার পর শিল্পীর শ্বাসকষ্টও দেখা দিয়েছিল। এরপর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।
‘এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না’, 'ও তোতা পাখিরে'-র মতো জনপ্রিয় বাংলা গানের শিল্পী নির্মলা মিশ্র। মান্না দে, সন্ধ্যা মুখোপাধ্যায়, মানবেন্দ্র মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, শিপ্রা বসুর যুগে নির্মলা মিশ্রের গানও মন কেড়ে নেয়। এর আগেও অসুস্থ হয়েছিলেন সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্র। নিউমোনিয়ার সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। সূত্রের খবর, অনেক দিন ধরেই বার্ধক্যজনিত কারণেও ভুগছিলেন এই বর্ষীয়ান সঙ্গীতশিল্পী। প্রসঙ্গত উল্লেখ্য, এই বছরেই মৃত্যু হয়েছে আরও তিন প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পীর। ফেব্রুয়ারি মাসের ৬ তারিখ মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে প্রয়াত হন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। এর কয়েকদিন পরেই ১৫ ফেব্রুয়ারি মুম্বইয়ের হাসপাতালে মৃত্যু হয়েছিল সুরকার এবং সঙ্গীতশিল্পী বাপ্পি লাহিড়ীর। প্রয়াত হন সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ও।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)