Vicky-Anurag: বিনামূল্যে কাজ করেছিলেন, তারপরেও ভিকি কৌশলকে ছবিতে নিতে চান না অনুরাগ কশ্যপ!
Vicky Kaushal: অনুরাগ বলছেন, 'আমার ছবির বাজেট এতটাই কম থাকে যে নওয়াজুদ্দিন সিদ্দিকি ও ভিকি কৌশলের মতো তারকাকে ছবি অফার করতে লজ্জা হয়। কারণ আমি জানি, ওঁরা কেউ আমায় না বলবে না'
মুম্বই: ভিকি কৌশলকে (Vicky Kaushal) কাজের প্রস্তাব দিতে নাকি অপরাধবোধে ভোগেন পরিচালক অনুরাগ কশ্যপ (Anurag Kashyap)! সদ্য একটি সাক্ষাৎকারে, একথাই বলেছেন বলিউড পরিচালক। শুধু ভিকি নন, অনুরাগ ছবি অফার করতে চান না নওয়াজুদ্দিন সিদ্দিকি (Nawazuddin Siddiqui)-কেও! বলিউডে যাঁরা পরিচিত অন্যতম ভাল অভিনেতা বলে, তাঁদের কেন তালিকা থেকে বাদ দিয়ে রেখেছেন পরিচালক? নিজেই খোলসা করলেন সেই কথা।
সম্প্রতি, একটি সাক্ষাৎকারে, পুরনো স্মৃতিচারণা করে অনুরাগ বলেছেন, রামন রাঘব ২.০ (Raman Raghav 2.0) ছবিতে অনুরাগ যখন নওয়াজুদ্দিন সিদ্দিকিকে কাস্ট করেছিলেন, তিনি তখন অনুরাগকে বলেছিলেন টাকার জন্য না ভাবতে। অন্যদিকে, 'অলমোস্ট পেয়ার উইথ ডিজে মহব্বত' (Almost Pyaar with DJ Mohabbat) ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করার জন্য কোনও টাকা চাননি ভিকি কৌশল।
অনুরাগ বলছেন, 'আমার ছবির বাজেট এতটাই কম থাকে যে নওয়াজুদ্দিন সিদ্দিকি ও ভিকি কৌশলের মতো তারকাকে ছবি অফার করতে লজ্জা হয়। কারণ আমি জানি, ওঁরা কেউ আমায় না বলবে না। অথচ ওঁদের যা পারিশ্রমিক, আমি জানি সেটা পূরণ করতে পারব না। আমি কখনও ভাল অভিনেতা অভিনেত্রীদের নিয়ে কাজ করতে ভয় পাই না। আপনারা যদি এখন আমায় বলেন ভিকিকে কাস্ট করে রমন রাঘব বানাতে, আমি পারব না। কারণ আমি জানি ওর পারিশ্রমিক বর্তমানে অনেক বেশি। অথচ আমি বললেই, ভিকি নিজের পারিশ্রমিক এক কথায় কমিয়ে দেবে। আমি যদি কম বাজেটের ছবি বানাই, ভিকি আমার ছবিতে বিনামূল্যে অভিনয় করে দিয়ে যাবে। কিন্তু সেটা আমার কাছে বোঝার মতো। আমি এতে অপরাধবোধে ভুগি। ভিকি নিজে আমার কাছে এসেছিল, ডেট দিয়েছিল অথচ এক পয়সাও পারিশ্রমিক নেয়নি।'
অনুরাগ জানিয়েছেন, তিনি যখন 'রামন রাঘব ২.০' বানিয়েছিলেন, তখন নওয়াজুদ্দিনকে ছবিকে কাস্ট করার মতো পর্যাপ্ত টাকা ছিল না তাঁর কাছে। যদিও নওয়াজ তাঁকে আশ্বস্ত করেছিলন টাকার কথা না ভাবতে। তবে এই সমস্ত কাজের জন্য অপরাধবোধে ভোগেন অনুরাগ। আর তাই, নিজের বাজেটের কথা ভেবে ভিকি বা নওয়াজের মতো অভিনেতাকে নিজের ছবিতে কাস্ট করতে চান না অনুরাগ।
আরও পড়ুন: Rakhi Sawant: 'মক্কা থেকে পবিত্র হয়ে এসেছি, পুরুষরা ছোঁবেন না আমায়', ঘোষণা রাখির