Vicky-Katrina Marriage: নিমন্ত্রিতদের জন্য ভিকি-ক্যাটের বিয়ের কার্ডে লেখা থাকবে এই বিশেষ বিজ্ঞপ্তি
পরিবার এবং খুব কাছে বন্ধু-বান্ধব। ব্যস! নিমন্ত্রিত কয়েকজনই। বিয়ের ছবির ব্যাপারেও যথেষ্ঠই রাখঢাক বজায় রাখতে চাইছেন তাঁরা। সবমিলিয়ে বিগফ্যাট ওয়েডিং হলেও তা ঘনিষ্ঠ মহলেই সীমাবদ্ধ রাখতে চান তাঁরা।

মুম্বই: ডিসেম্বরের (December) মাসের দ্বিতীয় সপ্তাহেই গাঁটছড়া বাঁধছেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) এবং ভিকি কৌশল (Vicky Kaushal)। তবে খবর, বিয়ের অনুষ্ঠান ঘনিষ্ঠ মহলের মধ্যেই সারতে চান যুগল। পরিবার এবং খুব কাছে বন্ধু-বান্ধব। ব্যস! নিমন্ত্রিত এই কয়েকজনই। এমনকী বিয়ের সময়ের ছবির ব্যাপারেও যথেষ্ঠই রাখঢাক বজায় রাখতে চাইছেন তাঁরা। সবমিলিয়ে বিগফ্যাট ওয়েডিং হলেও তা ঘনিষ্ঠ মহলেই সীমাবদ্ধ রাখতে চাইছেন তাঁরা।
ভিকি-ক্যাটরিনার (Cat-Vicky) বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রিতদের জন্যও থাকছে হাজারও বিধি-নিষেধ। ঘনিষ্ঠ সত্রে খবর, মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না বিয়ের অনুষ্ঠানে। ছবির গোপনীয়তা বজায় রাখতেই এই সিদ্ধান্ত। জানা গিয়েছে, যে ইভেন্ট ম্যানেজমেন্ট টিম বিয়ের আয়োজনের দায়িত্বে রয়েছে, তারাই এই বিষয়টি দেখভাল করবেন। এমনকি বিয়ের আসরের কোনও ছবি ভিকি এবং ক্যাটরিনার (Katrina Kaif) নির্দেশ ছাড়া সোশাল সাইটে আপলোড করা যাবে না বলেই জানানো হয়েছে। সূত্রের খবর, এই নির্দেশিকা বিয়ের কার্ডেই লিখে দেবেন যুগল।
সূত্রের খবর, রাজস্থানের (Rajasthan) সাতশো বছরের পুরনো রিসর্ট সিক্স সেন্সেস ফোর্টে বসতে চলেছে তাঁদের বিয়ের আসর। শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। পঞ্জাবী রীতি মেনে মেহেন্দি, সঙ্গীত থেকে হলদি সমস্ত কিছুরই আয়োজন করে ফেলা হয়েছে ইতিমধ্যেই। সেলিব্রিটি ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের (Sabyasachi Mukherjee's Design) ডিজাইন করা পোশাকে বিয়ের দিন সাজবেন ভিকি-ক্যাটরিনা। দুই তারকার বিয়ের অনুষ্ঠানে হাজির থাকতে পারেন সিদ্ধার্থ মলহোত্র, কিয়ারা আডবাণী, কর্ণ জোহর, বরুণ ধবন, রোহিত শেট্টির মতো তারকারা।
রাজকীয় আড়ম্বরে বিয়ে করে নতুন জীবন শুরু করতে চলেছেন বলিউডের দুই জনপ্রিয় তারকা। ভিকি এবং ক্যাটরিনার এক বন্ধুর কথায়, 'এই দিনটা ওদের কাছে বিশেষ, তাই ওরা চায় না ওদের অনুমতি ছাড়া বিয়ের মুহূর্তে সবার সামনে চলে আসুক।'
আরও পড়ুন: ক্যাটরিনা কাইফের স্পেশাল ব্রাইডাল মেহেন্দির খরচ শুনেছেন? চোখ কপালে অনুরাগীদের






















