sooryanvanshi tip tip song: 'টিপ টিপ বরষা পানি' গানে রোম্যান্টিকতায় ভিজলেন অক্ষয়-ক্যাটরিনা, মুক্তি পেল 'সূর্যবংশী'র নতুন গান
পরিচালক রোহিত শেট্টির নতুন ছবি 'সূর্যবংশী' নিয়ে দর্শকদের মনে উত্তেজনার শেষ নেই। করোনা পরিস্থিতিতে সিনেমাহল বন্ধ থাকায় ছবির শ্যুটিং শেষ হয়ে গেলেও মুক্তি আটকে ছিল দীর্ঘদিন ধরে।
মুম্বই: ১৯৯৪ সালে মুক্তি পেয়েছিল জনপ্রিয় ছবি 'মোহরা' (Mohra)। আর সেই ছবিরই জনপ্রিয় গান 'টিপ টিপ বরষা পানি' (Tip Tip Barsha Pani)। অক্ষয় কুমার (Akshay Kumar) আর রবিনা ট্যান্ডনের (Raveena Tandon) বৃষ্টিতে ভেজা রোম্যান্টিক গানে মজেছিল অনুরাগীরা। সুপারহিট এই গানই ফের নতুনভাবে তৈরি করা হল 'সূর্যবংশী' ছবির জন্য। ছবির দৃশ্যে অক্ষয় কুমার একই রয়েছেন। শুধু বদলে গিয়েছেন নায়িকা। রবিনা ট্যান্ডনের জায়গায় এখানে বৃষ্টিতে রোম্যান্টিকতায় মজতে দেখা গেল ক্যাটরিনা কাইফকে (Katrina Kaif)। বিজু শাহ-র (Viju Shah) মিউজিকে ''মোহরা'' ছবির সুপারহিট গান 'টিপ টিপ বরষা পানি' গান ফের ঝড় তুলল নেট দুনিয়ায়।
পরিচালক রোহিত শেট্টির নতুন ছবি 'সূর্যবংশী' নিয়ে দর্শকদের মনে উত্তেজনার শেষ নেই। করোনা (Covid19) পরিস্থিতিতে সিনেমাহল বন্ধ থাকায় ছবির শ্যুটিং শেষ হয়ে গেলেও মুক্তি আটকে ছিল দীর্ঘদিন ধরে। মহারাষ্ট্র সরকারের সিনেমাহল খোলার ঘোষণার পরই পরিচালক রোহিত শেট্টি জানিয়ে দিয়েছিলেন যে, দীপাবলিতেই (Diwali 2021) মুক্তি পাবে তাঁর মাল্টিস্টারার ছবি 'সূর্যবংশী'। এই ছবিতে একসঙ্গে দেখা যাবে রণবীর সিংহ, অক্ষয় কুমার, অজয় দেবগন এবং ক্যাটরিনা কাইফকে। ছবি কতটা ভালো লেগেছে, তা ইতিমধ্যেই দর্শকরা নিজের নিজের সোশ্যাল মিডিয়া মাধ্যমে মতামত শেয়ার করছেন।
আরও পড়ুন - The Big Picture: 'কুছ কুছ হোতা হ্যায়'-র জনপ্রিয় ডায়লগে টুইস্ট আনলেন রণবীর সিংহ
'সূর্যবংশী' (Sooryavanshi) ছবির অন্য গান এর আগেই মুক্তি পেয়েছিল ইউটিউবে। এবার 'টিপ টিপ বরষা পানি' গানে ঝড় উঠল সোশ্যাল মিডিয়ায়। ফারাহ খানের (Farah Khan) কোরিওগ্রাফিতে বৃষ্টিতে ভেজা ক্যাটরিনা কাইফের আবেদন আর তার সঙ্গে অক্ষয় কুমারের চিরাচরিত অভিব্যক্তি। সব মিলিয়ে নেট দুনিয়ায় ফের বাজতে শুরু করেছেন সুপারহিট গান। গানটি নিজের টুইটার হ্যান্ডলে শেয়ারও করেছেন অক্ষয় কুমার। যাতে কমেন্টে ভরিয়ে দিয়েছেন অনুরাগী থেকে অন্যান্য তারকারা।