Vicky-Katrina Wedding: রাজকীয়! বিয়ের সময় ভিকি-ক্যাটরিনা কোন পোশাকে সাজলেন?
রাজকীয়! বিয়ের সময় ভিকি-ক্যাটরিনা কোন পোশাকে সাজলেন?
![Vicky-Katrina Wedding: রাজকীয়! বিয়ের সময় ভিকি-ক্যাটরিনা কোন পোশাকে সাজলেন? Vicky-Katrina Wedding: Bride Wears Red Lehenga While Groom Compliments Her In White Vicky-Katrina Wedding: রাজকীয়! বিয়ের সময় ভিকি-ক্যাটরিনা কোন পোশাকে সাজলেন?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/09/fa1792bd84402bd8bc2bf62872a39428_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
জয়পুর: বলিউডের হাইভোল্টেড বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে অবশেষে। সূত্রের খবর, রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাঅফ। কিছুক্ষণ আগেই তাঁদের বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণ হয়। কেল্লা থেকে ভেসে আসা সমধুর আওয়াজই জানান দিচ্ছে কেল্লার ভিতরে উৎসবের মরসুম চলছে।
পরিবারের লোকজন ও বিশেষ কিছু বন্ধুদের উপস্থিতিতে বিয়ে সারলেন ভিকি ও ক্যাটরিনা। বিয়ের পর নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। শোনা যাচ্ছে ইতালি থেকে এসেছে বিশেষ 'ওয়েডিং কেক'। কেক কেটে হবে সেলিব্রেশন। পুল সাইডে হয়েছে নৈশ ভোজের আয়োজন। অবশেষে বিয়ে হতে পরিবারের লোকজনের সঙ্গেই খুশি তারকা জুটির অনুরাগীরাও। এছাড়াও ইতিমধ্যেই জানা গিয়েছে, বলিউডের বেশ কিছু তারকা উপস্থিত রয়েছেন দুই তারকার বিয়েতে। শোনা যাচ্ছে, মলদ্বীপেই মধুচন্দ্রিমা সারতে চলেছেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। পাশাপাশি এমনটাও শোনা যাচ্ছে, কাজের চাপের কারণে এই মুহূর্ত নয়, কয়েকদিন পর মধুচন্দ্রিমায় যেতে চলেছেন তাঁরা। যদিও কোনও তথ্যই দুই অভিনেতার পক্ষ থেকে অফিশিয়ালি ঘোষণা করা হয়নি।
শোনা যাচ্ছে, নতুন জীবন শুরুর বিশেষ দিনে ক্যাটরিনা কাইফ সেজেছিলেন লাল রঙের লেহেঙ্গায়। অন্যদিকে ভিকি কৌশল নিজেকে সাজিয়েছিলেন একেবারে সাদা রঙের শেরওয়ানিতে। সঙ্গে ছিল লাল পাগড়ি। জানা গিয়েছে, সিক্স সেন্সেস ফোর্টের ঐতিহ্যবাহী মর্দানা মহলের সামনে বিয়ে হয়েছে তাঁদের। সূত্রের খবর, এদিন ভিনটেজ গাড়িতে চেপে ক্যাটরিনাকে জীবনসঙ্গী করে নেওয়ার জন্য আেন ভিকি কৌশল। বিভিন্ন সূত্রে খবর, সঙ্গীত অনুষ্ঠানে ফ্লোরাল প্রিন্টের পোশাকে নিজেদের সাজিয়ে তুলেছিলেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)