Vicky Kaushal: মায়ের জন্মদিনে আদুরে শুভেচ্ছা ভিকি আর ভাই সানির, আপ্লুত সোশ্যাল মিডিয়া
Vicky Kaushal Update: সোশ্যাল মিডিয়ায় এই আদুরে ভিডিও শেয়ার করে ভিকি লিখেছেন, 'শুভ জন্মদিন মা। তোমার মার আর তোমার মালিশ, এই দুয়েই শান্তি রয়েছে।' সোশ্যাল মিডিয়ায় ভিকির এই মিষ্টি ভিডিও দেখে মুগ্ধ অনেকেই
মুম্বই: বাড়ির বারন্দায় আলস্যে বসে ভিকি কৌশল (Vicky Kaushal)। আর তাঁর চুলে তেল মালিশ করে দিচ্ছেন মা। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার করে মাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন বলিউড তারকা।
সোশ্যাল মিডিয়ায় এই আদুরে ভিডিও শেয়ার করে ভিকি লিখেছেন, 'শুভ জন্মদিন মা। তোমার মার আর তোমার হাতের মালিশ, এই দুয়েই শান্তি রয়েছে।' সোশ্যাল মিডিয়ায় ভিকির এই মিষ্টি ভিডিও দেখে মুগ্ধ অনেকেই। অভিনেতার মাকে শুভেচ্ছা ও প্রণাম জানিয়েছেন তাঁরা। অন্যদিকে কমেন্টে ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন ক্যাটরিনা কইফ (Katrian Kaif)।
View this post on Instagram
শুধু ভিকি নয়, মায়ের সঙ্গে ছবি শেয়ার করে নিয়েছেন ভিকির ভাই সানি কৌশলও। সঙ্গে জুড়ে দিয়েছেন ভালবাসার কয়েকটা লাইনও। দুই ছেলের থেকে পাওয়া জন্মদিনের ভালবাসায় ভাসছেন বীণা কৌশল। আর পুত্রবধূ ক্যাটরিনা তো রয়েছেনই।
আরও পড়ুন: Rana Sarkar: নতুন পরিচালকের সঙ্গে হাত মিলিয়ে 'মীরজাফর'-কে বড়পর্দায় নিয়ে আসছেন রানা