Recruitment Scam: প্রাথমিক নিয়োগ মামলায় হল না চার্জ গঠন। হাজিরার আগেই 'অজ্ঞান' 'কালীঘাটের কাকু'
ABP Ananda Live: ED-র প্রাথমিক নিয়োগ মামলায় সুজয়কৃষ্ণ ভদ্র-সহ অভিযুক্তদের বিরুদ্ধে আজ চার্জ গঠন হল না। সুপ্রিম কোর্ট চার্জ গঠনের সময়সীমা বেঁধে দিয়েছিল আগামীকাল। তার আগে আজ আদালতে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন কালীঘাটের কাকু। কোর্টে হাজিরার আগেই 'অজ্ঞান' হয়ে পড়েন তিনি। তাঁকে নিয়ে যাওয়া হয় SSKM-এ। হাসপাতাল সূত্রে খবর, সুজয়কৃষ্ণ হৃদযন্ত্রের সমস্যার কথা বলায় তাঁকে ইমার্জেন্সি অবজার্ভেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। অন্যদিকে, আজ চার্জগঠন নিয়ে নির্দেশ দেওয়ার কথা ছিল আদালতের। সব অভিযুক্তকে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়। কিন্তু সুজয়কৃষ্ণর অসুস্থতার কারণে আজ চার্জ গঠন স্থগিত রাখা হল। মেডিক্যাল রিপোর্ট চেয়ে পাঠিয়েছে আদালত। ২ জানুয়ারি পরবর্তী শুনানি। এই পরিস্থিতিতে প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় চার্জ গঠন না হওয়ায় বিচারক মন্তব্য করেন, 'চেষ্টার ত্রুটি নেই, কিন্তু সব কিছু তো আমার নিয়ন্ত্রণে নেই।'