Zara Hatke Zara Bachke: বড়পর্দায় ভিকি-সারা জুটি, প্রকাশ্যে ছবির নাম ও ট্রেলার মুক্তির তারিখ
Vicky-Sara Movie: ছবিটি রোম্যান্টিক ঘরানার বলেই মনে করা হচ্ছে। ছবিটি ২ জুন মুক্তি পাওয়ার কথা, আগামীকাল অর্থাৎ ১৫ মে প্রকাশ্যে আসবে ছবির ট্রেলার।
নয়াদিল্লি: প্রথমবার বড়পর্দায় (big screen) একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন ভিকি কৌশল (Vicky Kaushal) ও সারা আলি খান (Sara Ali Khan)। শ্যুটিংয়ের একাধিক ঝলক মিলেছে এর আগে। কিন্তু ছবির নাম এতদিন ঘোষণা করা হয়নি। মাঝে শোনা গিয়েছিল এই ছবির নাম হতে পারে 'লুকা ছুপি ২' (Luka Chuppi 2)। তবে আজ সোশ্যাল মিডিয়ায় বহুপ্রতীক্ষিত এই ছবির নাম ঘোষণা করা হল নির্মাতাদের তরফে। জানা গেল ট্রেলার প্রকাশের তারিখও।
কবে আসছে ভিকি-সারার ছবির ট্রেলার?
বড়পর্দায় একসঙ্গে প্রথমবার জুটি বাঁধতে চলেছেন ভিকি কৌশল ও সারা আলি খান। ছবির নাম ঘোষণা হয়েছে, 'জরা হটকে জরা বঁচকে' (Zara Hatke Zara Bachke)। আগামী ২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। সোশ্যাল মিডিয়ায় এদিন ছবির নাম ও ফার্স্ট লুক টিজার শেয়ার করা হয়েছে।
রবিবার ভিকি কৌশল একটি ভিডিও পোস্ট করেন। সেখানে সারা আলি খান ও ভিকি কৌশলের নতুন ছবির একাধিক পোস্টার দেখা যাচ্ছে। ভিডিও পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন, 'রোম্যান্টিক? নাকি নাটকীয়? কী মনে হয় আপনার, কেমন হতে চলেছে আমাদের গল্প? 'জরা হটকে জরা বঁচকে' ছবির ট্রেলার মুক্তি পাচ্ছে আগামীকাল। প্রেক্ষাগৃহে আসছে ২ জুন, ২০২৩।' এই ভিডিওয় ছবির একটি গানেরও ঝলক মেলে।
View this post on Instagram
ছবিটি রোম্যান্টিক ঘরানার বলেই মনে করা হচ্ছে। ছবিটি ২ জুন মুক্তি পাওয়ার কথা, আগামীকাল অর্থাৎ ১৫ মে প্রকাশ্যে আসবে ছবির ট্রেলার।
প্রথম লুক পোস্টার প্রকাশ্যে আসতেই অনুরাগীদের বাঁধভাঙা উচ্ছ্বাসও নজরে পড়েছে। অধীর আগ্রহে অপেক্ষায় অনেকেই।
কর্মক্ষেত্রে, সারা আলি খানকে শেষ দেখা গিয়েছিল 'গ্যাসলাইট' ছবিতে। বিক্রান্ত মেসি ও চিত্রাঙ্গদা সিংহও ছিলেন সেই ছবিতে। সেটি মুক্তি পায় জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে। এছাড়া 'মার্ডার মুবারক'-এও সারাকে দেখা যাবে অভিনেত্রী করিশ্মা কপূরের সঙ্গে। ক্রাইম থ্রিলার ঘরানার ছবি এটি। এছাড়া সম্প্রতি তিনি 'অ্যায় বতন মেরে বতন'-এর শ্যুটিং শেষ করেছেন।
অন্যদিকে ভিকি কৌশলের হাতেও রয়েছে একাধিক কাজ। মেঘনা গুলজারের তৈরি স্যাম মানেকশর আত্মজীবনী মূলক ছবি 'স্যাম বাহাদুর' তার মধ্যে উল্লেখযোগ্য। এছাড়া শোনা যাচ্ছে তাঁকে রাজকুমারির হিরানি ছবি, 'ডাঙ্কি'তে শাহরুখ খান ও তাপসী পান্নুর সঙ্গেও কাজ করতে দেখা যাবে।