(Source: ECI/ABP News/ABP Majha)
Vicky Kaushal-Katrina Kaif Wedding: প্রাক্তন প্রেমিকাকে বিয়েতে বড় উপহার রণবীর কপূরের
একদিকে যখন ক্যাটরিনা কাইফ ভিকি কৌশলের সঙ্গে নতুন জীবন শুরু করলেন। তখন অন্যদিকে আলিয়া ভট্টের সঙ্গে রণবীর কপূরের বিয়ের খবরও শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই বিবাহবন্ধনে আবদ্ধ হবেন দুই তারকা
মুম্বই: ভিকি কৌশলের (Vicky Kaushal) সঙ্গে সম্পর্কের আগে বলিউড হার্টথ্রব রণবীর কপূরের (Ranbir Kapoor) সঙ্গে সম্পর্কে ছিলেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। কিন্তু বেশিদিন তাঁদের সেই সম্পর্ক টেকেনি। 'জগ্গা জাসুস' ছবির শ্যুটিংয়ের সময়েও রণবীর-ক্যাটরিনার সম্পর্কে এতটাই তিক্ততা দেখা দিয়েছিল, তাতে শ্যুটিংয়েও বেশ সমস্যা হয়েছিল বলে এক সাক্ষাৎকারে জানান ছবির পরিচালক। সময় এগিয়েছে। সময় কারও জন্য থেমে থাকে না। তাই সময়ের নিয়মেই রণবীর কপূর এবং ক্যাটরিনা কাইফের জীবনে এসেছে অন্য মানুষ। আলাদা আলাদা সম্পর্কে জড়িয়েছেন তাঁরা দুজনেই। একদিকে যখন ক্যাটরিনা কাইফ ভিকি কৌশলের সঙ্গে নতুন জীবন শুরু করলেন। তখন অন্যদিকে আলিয়া ভট্টের *(Alia Bhatt) সঙ্গে রণবীর কপূরের বিয়ের খবরও শোনা যাচ্ছে অনেকদিন ধরেই। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই বিবাহবন্ধনে আবদ্ধ হবেন দুই 'ব্রহ্মাস্ত্র' তারকা। কিন্তু প্রাক্তন প্রেমিকা যে ইন্ডাস্ট্রিরই মানুষ। তাই বিয়েতে আমন্ত্রণ না পেলেও তাঁকে দিলেন বিশেষ উপহার।
আরও পড়ুন - Vicky Kaushal-Katrina Kaif Wedding: ভিকি-ক্যাটরিনার বিয়েতে কী উপহার দিলেন সলমন খান?
গত দু বছর ধরে ভিকি কৌশলের সঙ্গে সম্পর্কে ছিলেন ক্যাটরিনা কাইফ। নানা জায়গায় একসঙ্গে দেখাও গিয়েছে দুই তারকাকে। কিন্তু দুই তারকাই নিজেদের সম্পর্কে কথা বারবার প্রকাশ্যে এড়িয়ে গিয়েছেন। বিয়েও যে খুব শীঘ্রই করতে চলেছেন দুই তারকা, তারও গুঞ্জন রটে। গুঞ্জন আরও জোরাল হয় যখন শোনা যায় দীপাবলিতেই নাকি পরিচালক কবীর খানরে বাড়িতে রোকা পর্ব সেরে ফেলেছেন দুই তারকা। কিন্তু বিয়ে হওয়ার আগে পর্যন্ত সমস্ত কিছু নিয়েই মুখ বন্ধ রাখেন তাঁরা। অবশেষে বিয়ের পর বিশেষ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তাঁরা। রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় রাজকীয় কায়দায় সাতপাকে বাঁধা পড়েন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ (Vicky Katrina Wedding)। ঘনিষ্ঠ আত্মীয়, বন্ধু এবং কিছু বলিউডে তারকার উপস্থিতিতে বিয়ে হয় তাঁদের।
বিভিন্ন সূত্রে খবর, বিয়েতে নাকি রণবীর কপূরের ছবির গান বাজানোয় নিষেধাজ্ঞা জারি করেছিলেন ক্যাটরিনা কাইফ। এদিকে প্রাক্তন প্রেমিকার বিয়েতে বিশেষ উপহার পাঠালেন রণবীর কপূর। শোনা যাচ্ছে, ভিকি-ক্যাটরিনার বিয়ের পর নব দম্পতিকে একটি হিরের নেকলেস উপহার দিয়েছেন 'রকস্টার' অভিনেতা। যার দাম ২.৭ কোটি টাকা। প্রাক্তন প্রেমিকার বিয়েতে রণবীরের এই উপহার দেখে আপ্লুত অনুরাগীরা।