এক্সপ্লোর
Advertisement
দেখুন: ছোট্ট আহিলকে ‘ঘোড়া’য় চড়ালেন সেলিম খান, পাশে সলমন
মুম্বই:বাড়িতে আর পাঁচটা দাদুর মতোই নাতির সঙ্গে খেলায় মেতে উঠলেন সেলিম খান। আর সলমন খানও ভাগ্নের সেই খেলায় সামিল হলেন। এমনিতে পরিবারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকেন বলিউডের সুপারস্টার সলমন খান।
(ছবি-ইনস্টাগ্রাম)
গত তিন ফেব্রুয়ারি বাড়িতে ছোট্ট ভাগ্নে আহিলের সঙ্গে দারুণ সময় কাটালেন ‘দাবাং’ তারকা। তাঁর বোন অর্পিতা আহিলের সঙ্গে সলমন ও সেলিম খানের একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে যে, সেলিম খান ‘ঘোড়া’ হয়েছেন। আর তাঁর পিঠে চড়েছে আহিল। তাকে ধরে রয়েছেন সলমন।
ভিডিও শেয়ার করে অর্পিতা ক্যাপশনে লিখেছেন, ‘রবিবারে চুটিয়ে মজা। নানা ও মামুর সঙ্গে পারিবারিক বিনোদন’। ভিডিওতে সেলিম খানকে তাঁর নাতিকে জিজ্ঞাসা করতে শোনা যাচ্ছে –‘কোন দিকে যেতে হবে?”আর সলমন ভাগ্নেকে তার হাতে রাখা চশমা পরতে বলছেন। ভিডিওটি দেখলে হাসি চেপে রাখা ভার। গত মাসও অর্পিতা এ রকমই একটি ভিডিও পোস্ট করেছিলেন। ওই ভিডিওতে আহিল খানকে পিঠে চাপিয়ে 'ঘোড়া' হতে হয়েছিল সেলিম খানকে।View this post on InstagramSunday - Funday ! Family Time ???? Nana & Mamu Loving @beingsalmankhan
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
খুঁটিনাটি
জেলার
Advertisement