এক্সপ্লোর
হইচই নয়, ঘরোয়াভাবে জন্মদিন সারতে চান বিদ্যা বালান

মুম্বই: ১ জানুয়ারি বিদ্যা বালানের জন্মদিন। পরিবারের সঙ্গে নিজের মত করে দিনটা কাটাতে চান তিনি। তুমহারি সুলু বক্স অফিসে হিট। তাই বিদ্যা চাইছেন, এবার জন্মদিনটা একটু অন্যভাবে কাটুক। কাহানির অভিনেত্রী বলেছেন, জন্মদিন বরাবরই অত্যন্ত সাধারণভাবে পালন করেন তিনি। যখন বিয়ে করেননি, রাত বারোটার সময় মা বাবাকে ডেকে দিতেন, বলতেন, তাঁকে শুভেচ্ছা জানাতে। আর এখন তিনি বিবাহিত। জন্মদিন কাটাবেন স্বামী সিদ্ধার্থ রায় কপূরের সঙ্গে, বাবা মাকে লাঞ্চে ডাকবেন। বিদ্যা জানিয়েছেন, তুমহারি সুলু-র সাফল্য এখনও উদযাপন করছেন তিনি। নতুন ছবি সই করবেন নতুন বছর পড়লে। এক কাজ থেকে অল্প সময়ের মধ্যে অন্য কাজ হাতে নেওয়ার মানসিকতা বা ইচ্ছে কোনওটাই তাঁর নেই।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















