Vidyut Jammwal: প্রিয় তারকার নামে ট্যাটু, সাইকেলে চড়ে বিদ্যুৎ জামওয়ালের 'প্রি-বার্থডে' উদযাপনে অনুরাগীরা
Vidyut Pre-Birthday Celebration: অনুরাগীদের মধ্যে তিন জন এমন রয়েছেন যাঁরা অভিনেতার নাম ট্যাটু করিয়েছেন, কেবলমাত্র তাঁর জন্মদিন উপলক্ষ্যে। ১০ ডিসেম্বর অভিনেতার জন্মদিন।
নয়াদিল্লি: ১০ ডিসেম্বর জন্মদিন পালন করবেন অভিনেতা বিদ্যুৎ জামওয়াল (Vidyut Jammwal)। দুর্দান্ত অ্যাকশন (action), ডেয়ারডেভিল স্টান্টের (stunt) জন্য বিশেষ খ্যাত তিনি। প্রসঙ্গত গত মঙ্গলবারই, অনুরাগীদের সঙ্গে 'প্রি-বার্থডে' সেলিব্রেট (pre birthday celebration) করলেন বিদ্যুৎ। এদিন একটি 'মিট-গ্রিট'-এর (meet and greet) আয়োজন
বিদ্যুৎ জামওয়ালের 'প্রি বার্থডে' সেলিব্রেশন
মুম্বইয়ে জুহুর এক হোটেলে ইভেন্টের আয়োজন করা হয়েছিল। বিদ্যুৎ এই ইভেন্ট সম্পর্কে বলেন, 'এই পরিবারের থেকে যে ভালবাসা ও নিষ্ঠা পাই তার জন্য চিরকৃতজ্ঞ আমি, আমাকে অনেকটা সাহস দেয় ওঁরা। আমাকে যাঁরা এত বিশ্বাস করে তাঁদের জন্য কিছু স্পেশাল করতে চেয়েছিলাম। যাঁরা আমাকে ভালবাসে তাঁদের ভালবাসতে ভালবাসি আমি।'
অনুরাগীদের মধ্যে তিন জন এমন রয়েছেন যাঁরা অভিনেতার নাম ট্যাটু করিয়েছেন, কেবলমাত্র তাঁর জন্মদিন উপলক্ষ্যে। অনুরাগীদের মধ্যে একজন এমনও ছিলেন যিনি সাইকেল চালিয়ে পানিপথ থেকে হাজির হয়েছিলেন শুধুমাত্র প্রিয় অভিনেতার সঙ্গে দেখা করবেন বলে। ১০ ডিসেম্বর অভিনেতার জন্মদিন।
View this post on Instagram
আপ্লুত অভিনেতা বলেন, 'এই মানুষগুলো আমার জন্মদিনের জন্য আমার নাম ট্যাটু করিয়েছে এবং আমার সঙ্গে দেখা করার জন্য ১৬০০ কিলোমিটার সাইকেলে চালিয়ে এসেছে, তাই আমিও ওঁদের কিছু ফিরিয়ে দিতে চেয়েছিলাম। এবং অবশ্যই ওঁদের সঙ্গে সময় কাটাতে চেয়েছিলাম।'
অন্যদিকে, কাজের ক্ষেত্রে, বিদ্যুৎ জামওয়ালের ঝুলিতে রয়েছে 'আই বি ৭১' ও 'শের সিংহ রানা'।
আরও পড়ুন: Guru Randhawa: মিউজিক ভিডিওয় এবার গুরু রানধাওয়ার সঙ্গে জুটি বাঁধছেন নার্গিস ফাকরি