Vijay Birthday Celebration: নিষেধ সত্ত্বেও বিজয়ের জন্মদিন পালন, স্টান্ট দেখাতে গিয়ে পুড়ল ১১ বছরের বালকের হাত
Chennai News: চেন্নাইয়ের নীলাঙ্করাইয়ের ঘটনা। শনিবার, ২২ জুন, অভিনেতা রাজনীতিক বিজয়ের জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে ১১ বছরের এক বালক আগুন নিয়ে একটি মার্শাল আর্ট স্টান্ট করতে যায়।
![Vijay Birthday Celebration: নিষেধ সত্ত্বেও বিজয়ের জন্মদিন পালন, স্টান্ট দেখাতে গিয়ে পুড়ল ১১ বছরের বালকের হাত Vijay Thalapathy Birthday celebration Chennai kid tries martial arts stunt for sustains burn injuries Vijay Birthday Celebration: নিষেধ সত্ত্বেও বিজয়ের জন্মদিন পালন, স্টান্ট দেখাতে গিয়ে পুড়ল ১১ বছরের বালকের হাত](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/22/35781649ec1cddb2f1547287fbb5f54c1719076190614229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: প্রিয় তারকার জন্মদিন। সেই উদযাপনেই বড়সড় দুর্ঘটনা। ১১ বছর বয়সী বালকের মার্শাল আর্ট স্টান্ট (Martial Art Stunt) থেকে লাগল বিশাল আগুন। গুরুতর আহত সে নিজেও। দক্ষিণের তারকা অভিনেতা বিজয় থলপতির জন্মদিন (Vijay Birthday Celebration) পালনের আসরেই ঘটে এই কাণ্ড।
বিজয় থলপতির জন্মদিন পালনের সময় গুরুতর আহত অনুরাগী
চেন্নাইয়ের নীলাঙ্করাইয়ের ঘটনা। শনিবার, ২২ জুন, অভিনেতা রাজনীতিক বিজয়ের জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে ১১ বছরের এক বালক আগুন নিয়ে একটি মার্শাল আর্ট স্টান্ট করতে যায়। বেশ বিপজ্জনক ওই অ্যাক্টের মাধ্যমে সে আগুনে হাত দিয়ে সার দিয়ে রাখা টাইল ভেঙে দেখানোর চেষ্টায় ছিল। কিন্তু আগুন নেভাতে না পেরে ভয় পেয়ে যায় সে নিজেই। সেই আগুন এরপর দ্রুত ছড়িয়ে পড়ে মঞ্চে এবং তাতে খানিক দগ্ধ হয় ওই খুদে। ঘটনায় স্বাভাবিকভাবেই হুড়োহুড়ি, ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়।
সংবাদ মাধ্যম 'দ্য নিউজ মিনিট'কে পুলিশের তরফে জানানো হয়েছে যে ওই ছেলেটির ডান হাতের ৩ থেকে ৫ শতাংশ পুড়ে গিয়েছে। পুলিশ এও জানিয়েছে যে ওই খুদের পরিবারের অনুরোধে অনুষ্ঠানের আয়োজকরা কোনও ধরনের পদক্ষেপের সম্মুখীন হবেন না।
এই ধরনের মার্শাল আর্ট টেকনিক খুবই প্রচলিত, কিন্তু সাধারণত তা একটি সুরক্ষিত স্থানে, নিয়ন্ত্রিত পরিবেশে, পেশাদার ব্যক্তিদের উপস্থিতিতে করা হয়। যে ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে ওই খুদে টাইল ভাঙার পর, নিজের হাতে ধরে যাওয়া আগুন ফুঁ দিয়ে নেভানোর চেষ্টা করছে। কিন্তু এতে আগুনের তেজ বেড়ে যায় যার ফলে স্বাভাবিকভাবেই ভয় পেয়ে যায় খুদে। সে ওভাবেই দৌড়তে শুরু করে। ওই ভিডিওয় এও দেখা যাচ্ছে যে ব্যক্তির হাতে লাইটার ছিল, তাঁর হাতে একটি প্লাস্টিকের বোতল ধরা। পুলিশের দাবি, ওই বোতলে পেট্রোল ছিল। হুড়োহুড়ির সময় ওই বোতলেও দ্রুত আগুন ধরে যেতে দেখা যায় এবং তা আর একটু হলে খুদের গায়ে গিয়ে পড়ত।
যে গণ্ডগোলের পরিস্থিতি শুরু হয়েছে তাতে মনে করা হচ্ছে যে অনুষ্ঠানের আয়োজকরা প্রয়োজনীয় সুরক্ষা পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। বিশেষত একটি বালক যখন এমন ভয়ানক একটি স্টান্ট করে দেখাবে। কোনও রকমে বাচ্চাটিকে উদ্ধার করা হয় ওই পরিস্থিতি থেকে।
উল্লেখ্য, স্থানীয় পুলিশের তরফে জানানো হয়েছে যে অভিনেতা বিজয় অনুরাগী ও টিভিকে-র সদস্যদের তাঁর পঞ্চাশতম জন্মদিন পালন করতে নিষেধ করেছিলেন, সাম্প্রতিককালে সেখানে চোলাই মদ খেয়ে পঞ্চাশের বেশি মানুষের মৃত্যুর ঘটনাকে মনে রেখে। বারণ সত্ত্বেও কেন এমন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেই কারণ এখনও অজানা। ঘটনায় অভিনেতারও কোনও প্রতিক্রিয়া মেলেনি এখনও।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)