এক্সপ্লোর
পৃথিবী তো ঘৃণা ও যুদ্ধ ছাড়াও চলতে পারে! জীবন আরও সাধারণ হতে পারে! লকডাউন শেষে বলছেন বিক্রান্ত মেসি
লকডাউনে অখণ্ড অবসর যাপন করে বিক্রান্ত বলছেন, ' এই সময়ে আমার সবচেয়ে বড় শিক্ষা হল জীবন কত সাধারণ হতে পারে। ধর্ম ও ধর্মস্থান ছাড়াও পৃথিবী চলতে পারে। যুদ্ধ ও ঘৃণা ছাড়াও সবাই বাঁচতে পারে। আমাদের আরও অনেক বড় যুদ্ধে জিততে হবে।'
মুম্বই: লকডাউনে নিজের ইচ্ছামতো সময় কাটিয়েছে গোটা বলিপাড়া। কেউ রান্না করেছেন, কেউ বই পড়েছেন, সিনেমা দেখেছেন, আবার কেউ শিখছেন পিয়ানো বা বেলিডান্স। কেউ কেউ আবার কেবলই যতটা সম্ভব সময় কাটিয়েছেন ঘরের প্রিয় মানুষদের সঙ্গে আর নতুন চোখে দেখেছেন জীবনকে। তেমনই একজন হলেন বিক্রান্ত মেসি।
প্রায় তিন মাসের অচলাবস্থা কাটিয়ে একটু একটু করে চেনা ছন্দে ফিরছে টিনসেল টাউন। লকডাউনে অখণ্ড অবসর যাপন করে বিক্রান্ত বলছেন, ' এই সময়ে আমার সবচেয়ে বড় শিক্ষা হল জীবন কত সাধারণ হতে পারে। ধর্ম ও ধর্মস্থান ছাড়াও পৃথিবী চলতে পারে। যুদ্ধ ও ঘৃণা ছাড়াও সবাই বাঁচতে পারে। আমাদের আরও অনেক বড় যুদ্ধে জিততে হবে। এই সময়ে উচিত ভেবে দেখা আমরা কোনদিকে হাঁটছি।'
লকডাউন চলাকালীন একটি ট্যুইটে বিক্রান্ত লেখেন, 'যাঁরা আসলে মানবজাতিকে গড়ে তুলেছে তাঁরাই মাইলের পর মাইল হাঁটছেন। কিছু অন্তস্বঃত্ত্বা মহিলাও হাঁটছেন। কেউ ট্রেনে চাপা পড়ছেন আবার কেউ গণপিটুনীর স্বীকার হচ্ছেন। একবার আমাদের সমস্ত রাজনৈতিক ভাবধারাকে সরিয়ে রেখে লজ্জায় মাথা নিচু করে ফেলা উচিত।'
লকডাউনে কাজ করতে গিয়ে হাত কেটে ফেলেছিলেন স্ত্রী। তাই বাড়ির বেশিরভাগ কাজ করতে হচ্ছে অভিনেতাকেই। এই কথাও লিখেছিলেন বিক্রান্ত। স্ত্রী-এর সঙ্গে পোস্ট করেছিলেন একটি সুন্দর ছবিও।
লকডাউনের মধ্যেই জন্মদিন কেটেছে 'ছপক'-তারকার। পরিবারের সঙ্গে সময় কাটালেও বন্ধুদের কথা মনে পড়েছে তাঁর। আপাতত তাপসী পান্নুর সঙ্গে 'হাসিন দিলরুবা' ছবিতে অভিনয় করছেন বিক্রান্ত।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
শিক্ষা
Advertisement