Rangbaaz 3: '১০ কেজি ওজন বাড়ানো কঠিন ছিল', রংবাজ ৩'-এ ভিনীতের বডি ট্রান্সফর্মেশন অবাক করবে আপনাকেও
Binit Kumar Singh in Ranzbaaz 3: রংবাজ ৩-এর জন্য নিজেকে পুরো বদলে ফেললেন অভিনেতা ভিনীত কুমার সিং। রংবাজ ৩-এর জন্য ভিনীত কুমার সিংয়ের অসাধারণ বডি ট্রান্সফর্মেশন আপনাকেও অবাক করবে।
মুম্বইঃ রংবাজ ৩-এর (Ranzbaaz 3) জন্য নিজেকে পুরো বদলে ফেললেন অভিনেতা ভিনীত কুমার সিং (Vineet Kumar Singh) । রংবাজ ৩-এর জন্য ভিনীত কুমার সিংয়ের অসাধারণ বডি ট্রান্সফর্মেশন আপনাকেও অবাক করবে। তবে শুধুই রংবাজ ৩ নয়, চলতি বছরে একের পর এক ছবিতে অভিনয় করতে দেখা যাবে বলিউডের এই দক্ষ অভিনেতাকে।
আরও পড়ুন, 'কার্তিকেয়ের চরিত্রে পৌরাণিক গল্পের খোঁজ', বৃন্দাবনে 'কার্তিকেয়া ২'-র টিজার লঞ্চে নিখিল-অনুপমরা
মুক্কাবাজে তার দুর্দান্ত অভিনয় ছাড়াও, গুঞ্জন সাক্সেনার সেনা বাহিনীর পাইলট ভূমিকাও মনে রাখার মত
বলিউডে একের পর এক ছবিতে নজর কেড়েছেন অভিনেতা ভিনীত কুমার সিং। মুক্কাবাজে তার দুর্দান্ত অভিনয় ছাড়াও, তিনি চলচ্চিত্রে অনেক স্মরণীয় চরিত্রে অভিনয় করেছেন যা দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছে। এতে বেতালের সেনা কর্মকর্তা এবং গুঞ্জন সাক্সেনার সেনা বাহিনীর পাইলট ভূমিকাও রয়েছে। এমনকি অনুরাগ কাশ্যপের পরিচালিত গ্যাংস অফ ওয়াসিপুরেও ছেলের ভূমিকায় বেশ দক্ষ অভিনেতার পরিচয় দিয়েছিলেন ভিনীত কুমার সিং। তারপর আর পিছন ফিরে তাঁকাতে হয়নি। একের পর এক ছবিতে তারপর সাইন করে অভিনয়ে মধ্য দিয়ে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন তিনি। এখন তিনি আরও একটি শক্তিশালী চরিত্র দিয়ে দর্শকদের মন আরেকবার জয় করে নিতে আসতে চলেছেন।
এই চরিত্রের জন্য ১০ কেজি ওজন বাড়ানো খুব কঠিন ছিল,আমাকে কঠোর ডায়েট নিতে হয়েছে: ভিনীত কুমার সিং
সম্প্রতি ভিনীত কুমার সিংয়ের আসন্ন শো রংবাজ ৩ ডর কি রাজনীতি-এর ট্রেলার প্রকাশিত হয়েছে। এটা আসতেই ইন্টারনেটে ঝড় উঠেছে। এই সিরিজে, ভিনীত হল হারুন শাহ আলী বেগের (সাহেব নামেও পরিচিত) চরিত্রে অভিনয় করছে। ভিনীত বলেছেন, 'এই চরিত্রের জন্য দশ কেজি ওজন বাড়ানো খুব কঠিন ছিল কিন্তু এই চরিত্রটির জন্য এটা প্রয়োজন ছিল। আমাকে তার জন্য কঠোর ডায়েট এবং প্রশিক্ষণ নিতে হয়েছে । তবে এটি একটি দুর্দান্ত যাত্রা ছিল এবং আমি সিরিজটির মুক্তির অপেক্ষায় রয়েছি। এই চরিত্রটি একটু গভীর ও জটিল ছিল কিন্তু এতটাই প্রাণবন্ত, যে আমি হারুন শাহ আলী বেগ এর চরিত্রটি তে অভিনয় করার জন্য নিজেকে ধন্য মনে করছি। বিনীত কুমার সিংকে এই বছর আরও একাধিক চলচ্চিত্রে দেখা যাবে যার মধ্যে রয়েছে সিয়া, আধার, দিল হ্যায় গ্রে।'