Rajkummar Patralekhaa Wedding: রাজকুমার রাও ও পত্রলেখার বিয়ের নিমন্ত্রণের কার্ডটা দেখেছেন তো?
অনেকদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল যে, খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজকুমার রাও। শোনা যাচ্ছিল. চণ্ডিগড়ে বসতে চলেছে তারকা জুটির বিবাহবাসর।
মুম্বই: সদ্যই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে বলিউড অভিনেতা রাজকুমার রাও (Rajkumar Rao) এবং পত্রলেখা (Patralekha)। গত এগারো বছর ধরে একে অপরের সঙ্গে ভালোবাসার সম্পর্কে আবদ্ধ ছিলেন এই তারকা জুটি। অবশেষে তাঁরা নিজেদের ভালোবাসাকে বিয়ের পরিণতি দিলেন। রাজকুমার রাও এবং পত্রলেখা দুজনেই বিয়ের ছবি নিজের নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করেছেন। আর খুব অল্প সময়ের মধ্যেই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে ভোলেননি নেট নাগরিক থেকে বলিউডের অন্যান্য তারকারা।
অনেকদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল যে, খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজকুমার রাও। শোনা যাচ্ছিল. চণ্ডিগড়ে বসতে চলেছে তারকা জুটির বিবাহবাসর। যদিও রাজকুমার রাও কিংবা পত্রলেখার পক্ষ থেকে অফিশিয়ালি বিয়ের খবর প্রকাশ করা হয়নি। তবে, বিভিন্ন সূত্রে জানা যাচ্ছিল, চণ্ডিগড়ের দ্য ওবেরয়েস কোহিনূর ভিলায় নিজের মনের মানুষের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন রাজকুমার। আর সমস্ত জল্পনাকে সত্যি প্রমাণ করে পত্রলেখার সঙ্গে বিয়েটা সেরেই ফেললেন।
আরও পড়ুন - Sayantani Ghosh Marriage: বিয়ে করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নায়িকা সায়ন্তনী ঘোষ, পাত্র কে?
রাজকুমার রাও এবং পত্রলেখার বিয়ের দিনই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল তাঁদের বিয়ের নিমন্ত্রণের কার্ড। সেখানে লেখা রয়েছে, রাও পরিবার এবং পাল পরিবার আপনাদের নিমন্ত্রণ জানাচ্ছে অজিত পাল এবং পাপড়ি পালের কন্যা পত্রলেখার সঙ্গে কমলেশ যাদব এবং সত্যপ্রকাশ যাদবের পুত্র রাজকুমারের বিয়েতে। ১৫ নভেম্বর সোমবার তাঁদের চারহাত এক হচ্ছে ওবেরয় সুখভিলায়।
সোশ্যাল মিডিয়ায় বিয়ের দুটি ছবি শেয়ার করেন রাজকুমার। ৮০০ একর প্রাকৃতিক জঙ্গলের মধ্যে নির্মিত দ্য ওবেরয়'স কোহিনূর ভিলায় চার হাত এক হল নবদম্পতির। রাজকুমার লিখলেন, '১১ বছরের ভালোবাসা, রোম্যান্স, বন্ধুত্ব, মজা পেরিয়ে আমার জীবনের সবকিছুকে আমি আজ বিয়ে করলাম। আমার প্রাণের দোসর, আমার সবচেয়ে প্রিয় বন্ধু, আমার পরিবার। আজ আমার কাছে তোমার স্বামী ডাকের থেকে বড় সুখ আর নেই। পত্রলেখা.. আমাদের চিরদিনের যাত্রা শুরু হল।'