Watch Video: অনুপ্রেরণায় শাহরুখ খান, প্যারিসে যুবকের বিয়ের প্রস্তাবের ভিডিও ভাইরাল
Shah Rukh Khan: ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। বিশেষত কিং খানের অনুরাগীরা অত্যন্ত আনন্দিত হয়েছেন। শুধুমাত্র ট্যুইটারেই এই ভিডিও ২ মিলিয়নের ওপরে শেয়ার হয়েছে।
নয়াদিল্লি: কথায় বলে সিনেমা (Cinema) সমাজকে (Society) প্রবলভাবে প্রভাবিত করে, আর শাহরুখ খান (Shah Rukh Khan) মানুষকে রোম্যান্স শেখান। অনুরাগীদের সকলেরই প্রায় একই বক্তব্য, বলিউডের রোম্যান্সের বাদশাহ (Badshah) একমাত্র কিং খানই। তাঁর অভিনীত সিনেমা, গান, মানুষকে ভালবাসায় বিশ্বাস করতে শেখায়। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও তেমনটাই প্রমাণ করছে অন্তত। কী এমন দেখা যাচ্ছে সেই ভাইরাল ভিডিওয়?
অনুপ্রেরণায় কিং খান, ভাইরাল 'বিশেষ ভিডিও'
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বেশ ভাইরাল (Viral Video) হয়েছে। সেখানে দেখা যাচ্ছে এক যুবক তাঁর মনের মানুষের সামনে রোম্যান্টিক নাচ করছেন। বাজছে শাহরুখ খানের বিখ্যাত একটি গান। ব্যাকড্রপে লাল দিয়ে সাজিয়ে লেখা 'ম্যারি মি' (marry me)। আর এই গোটা ঘটনার প্রেক্ষাপট, প্যারিসের আইফেল টাওয়ারের (Eiffel Tower in France) সামনে।
ভাইরাল এই ভিডিও সকলের মন জয় করেছে। দেখে আন্দাজ করা যায় যে যুবকের প্রেমিকাও শাহরুখ খানের ফ্যান। প্রেমিক তাঁর প্রিয় মানুষকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য বেছে নিয়েছেন 'কুছ কুছ হোতা হ্যায়' ছবির 'কোই মিল গয়া' গানটি। সেই গানেই পা মিলিয়ে চলছে বিয়ের প্রস্তাব দেওয়ার পর্ব। ভিডিও দেখে স্পষ্ট, প্যারিসের আইফেল টাওয়ারের সামনেই প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন তিনি। স্বভাবতই প্রেমিকের এই কীর্তিতে উচ্ছ্বসিত প্রেমিকা। ঠিক যেন এক টুকরো সিনেমার দৃশ্য। প্রেমিকের সঙ্গে নাচে পা মেলান প্রেমিকাও।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। বিশেষত কিং খানের অনুরাগীরা অত্যন্ত আনন্দিত হয়েছেন। তার ফল, ভিডিওর শেয়ার সংখ্যা। শুধুমাত্র ট্যুইটারেই এই ভিডিও ২ মিলিয়নের ওপরে শেয়ার হয়েছে। তবে এক্ষেত্রে উল্লেখ করে রাখা ভাল, সকলেই যে এই ভিডিওর প্রশংসা করেছেন তা নয়। অনেকের মতে আবার 'এটা বেশি বাড়াবাড়ি'। তবে ভাল হোক বা মন্দ, ভিনদেশের মাটিতে বলিউড তারকার ঢঙে 'প্রোপোজাল' যে হুড়মুড়িয়ে ভাইরাল সেই নিয়ে কোনও সন্দেহ নেই।
😭😭
— Sachin Tandon (@cugwmui) October 15, 2022
I don't know who this gentleman is. I'm sure he means well.
But no. JUST NO. pic.twitter.com/f5uibsTZCn