এক্সপ্লোর
Advertisement
বিরুষ্কার আজ মুম্বই রিসেপশন, অনুষ্ঠানে অতিথি কারা, মেনুতে কী, কোথায় হচ্ছে, জেনে নিন
মুম্বই: ডিসেম্বর মাসের সেই প্রথম সপ্তাহ থেকেই চর্চার কেন্দ্রে বিরুষ্কা। প্রথমে তাঁদের বিয়ে নিয়ে ছিল জোর গুঞ্জন। কানাঘুষোয় শোনা গেল ইতালিতে ১০ বা ১২ ডিসেম্বর বিয়ে করছেন বিরুষ্কা। গুঞ্জনের মাঝেই পাত্র-পাত্রী সপরিবারে পারি দিলেন ইতালিতে। আচমকাই ১১ ডিসেম্বর বিয়ের কথা ঘোষণা। তারপর থেকেই তাঁদের মধুচন্দ্রিমা, রিসেপশন, রিসেপশনে অনুষ্কার সাজ, সবকিছু নিয়েই সমানেই আলোচনা চলছে সংবাদমাধ্যমে। দিল্লিতে গত ২১ ডিসেম্বর তাজ এনক্লেভে ছিল তাঁদের প্রথম রিসেপশন। আজ রয়েছে মুম্বইয়ে।
মুম্বইয়ের আমন্ত্রণ পত্রও ছিল যথেষ্ট চোখে পড়ার মতো। গ্রাস শিটে মোড়া ছিল আমন্ত্রণ পত্রটি। দুটোরই থিম প্যাস্টেল ফ্লোরাল। আগের দুটো অনুষ্ঠানের মতো এতেও বিরুষ্কা সব্যসাচী মুখোপাধ্যায়ের ক্রিয়েশনই পরবেন বলে মনে করা হচ্ছে।
রইল আমন্ত্রণ পত্রের একটি ঝলক, টুইটারে কার্ডটি শেয়ার করেছিলেন পরিচালক কুণাল কোহলি।
আজকের অনুষ্ঠানটি হচ্ছে মুম্বইয়ের লোয়ার পারেলে সেন্ট রেগিস হোটেলে। অনুষ্ঠানটি হবে বিলাসবহুল অ্যাস্টর বলরুমে। সেখানে তিনশো অতিথি বসার ব্যবস্থা রয়েছে। বলরুমটি হোটেলের লেভেল নাইনে রয়েছে। ওই বলরুমের উচ্চতা ২৩ ফুট। চারিদিকে রয়েছে কাঁচের ঝাড় বাতি। পুরো বলরুমটি ৬ হাজার ৪৩৩ স্কোয়ার ফিট এলাকা জুড়ে রয়েছে। মোট তিনটি ভাগ রয়েছে সেখানে। একটা লম্বা হলওয়ে, একটি প্রি-ফাংশন এরিয়া, সেন্ট্রাল বলরুম এবং অ্যাস্টর টেরেস। অ্যাস্টর টেরেস থেকে বলরুমটি আলাদা করা রয়েছে মেঝে থেকে ছাদ পর্যন্ত লম্বা জানলার মাধ্যমে। যার ফলে বলরুমে যথেষ্ট পরিমাণের সূর্য ও চাঁদের আলোও ঢুকতে পারে। নয়াদিল্লির মতোই মুম্বইয়ের রিসেপশনও শুরু হবে রাত সাড়ে আটটার পর থেকে।
অতিথি তালিকায় রয়েছেন বলিউডের সমস্ত সেলিব্রিটি তারকা থেকে ভারতীয় ক্রিকেট দুনিয়ার সনাম ধন্য ব্যক্তিরা। উপস্থিত থাকবেন বিভিন্ন শিল্পপতি এবং বাণিজ্যনগরীর অন্যান্য গুরুত্বপূর্ণ ও সম্মানীয় নাগরিকরা।
আপাতত আজ রাতে মুম্বইয়ের সেন্ট রিগেস হোটেলে চাঁদের হাট বসার অপেক্ষা। সারা দুনিয়ার নজর এখন বিরুষ্কার রিসেপশনের দিকে। মূলত দিল্লি মুম্বইকে টক্কর দেয়, না বাণিজ্যনগরী থেকে যায় সকলের হৃদয়ে। যদিও গ্ল্যামারের ঝলকানি থেকে দূরে ইতালিতে অনুষ্ঠিত হওয়া বিয়ের অনুষ্ঠানটিও ছিল যথেষ্ট নজরকাড়া।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিনোদনের
Advertisement