খারিজ পরোয়ানা, প্রতারণা-হুমকি মামলায় আদালতে স্বস্তি সঞ্জয় দত্তের
মুম্বই: আদালতে স্বস্তি পেলেন সঞ্জয় দত্ত। একটি হুমকি মামলার প্রেক্ষিতে বলিউড অভিনেতার বিরুদ্ধে যে জামিনযোগ্য পরোয়ানা জারি হয়েছিল, সোমবার তা খারিজ করল মুম্বইয়ের একটি আদালত।
জানা গিয়েছে, মামলার শুনানিতে আদালতে হাজিরা না দেওয়ার জন্যই গত শনিবার ওই পরোয়ানা জারি করা হয়েছিল। এদিন মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট ছায়া পাতিলের এজলাসে উপস্থিত হয়ে গোটা শুনানি-পর্ব শোনেন ‘সঞ্জুবাবা’।
তাঁর আইনজীবী রিজওয়ান মার্চেন্ট জানান, পরোয়ানা খারিজ করার জন্য অভিনেতার আদালতে হাজির হওয়ার প্রয়োজন ছিল না। ৫৭ বছরের সঞ্জয় দাবি করেন, দুপক্ষের কৌঁসুলির মধ্যে সঠিক যোগাযোগ না হওয়ার জন্যই তিনি আগের শুনানিতে হাজির হতে পারেননি। ভবিষ্যতে এরকম আর হবে না বলেও আশ্বাস দেন তিনি।
প্রসঙ্গত, সঞ্জয়ের বিরুদ্ধে আদালতে প্রতারণা ও হুমকির মামলা দায়ের করেন বলিউডের প্রযোজক শাকীল নুরানি। তাঁর দাবি, ২০০২ সালে সঞ্জয় তাঁর ‘জান কি বাজি’ একটি ছবিতে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন। নুরানির অভিযোগ, মাঝপথেই ওই ছবি ছেড়ে দেন সঞ্জয়।
নুরানির আরও দাবি, সঞ্জয়কে যে টাকা দেওয়া হয়েছিল, তাও অভিনেতা তাঁকে ফেরত দেননি। এই নিয়ে তিনি ইন্ডিয়ান মোশন পিকচার্স অ্যাসোসিয়েশনের দ্বারস্থ হলে প্রযোজকের থেকে প্রাপ্ত টাকা ফেরত দেওয়ার নির্দেশ অভিনেতাকে দেয় তারা। অভিযোগ, এরপরই সঞ্জয় তাঁকে হুমকি দেন।