এক্সপ্লোর
Advertisement
হিন্দি বলতে পারতেন না, শ্যুটিংয়ে শিখিয়েছিলেন সুশান্ত, জানান সারা, পুরানো ভিডিও ভাইরাল
'কেদারনাথ' ছবির হাত ধরে রুপোলি পর্দায় প্রথম পা রেখেছিলেন সেফ কন্যা সারা আলি খান। তাঁর বিপরীতে নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন সুশান্ত সিং রাজপুত। এবার সামনে এল 'কেদারনাথ' ছবির মুক্তির পর সুশান্ত ও সারার সাংবাদিক বৈঠকের ভিডিও।
মুম্বই: 'কেদারনাথ' ছবি দিয়ে রুপোলি পর্দায় প্রথম পা রেখেছিলেন সেফ কন্যা সারা আলি খান। তাঁর বিপরীতে নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন সুশান্ত সিং রাজপুত। গত ১৪ জুন বান্দ্রায় নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সেই সুশান্তের ঝুলন্ত মৃতদেহ। তাঁর অকস্মাৎ মৃত্যুতে শোকস্তব্ধ অনুরাগী থেকে একাধিক তারকা। অবসাদ না স্বজনপোষণ, সুশান্তের মৃত্যুর কারণ কী, তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। সোশ্যাল মিডিয়ায় একাধিকবার শেয়ার হয়েছে সুশান্তের বিভিন্ন ভিডিও ও ছবি। এবার সামনে এল 'কেদারনাথ' ছবির মুক্তির পর সুশান্ত ও সারার সাংবাদিক বৈঠকের ভিডিও।
সুশান্তকে নিয়ে বলতে গিয়ে শ্যুটিং-এর বিভিন্ন অভিজ্ঞতা জানান সারা। বলেন, তিনি শুরুতে ভালো করে হিন্দি বলতে পারতেন না। তার ওপর প্রথমবার ক্যামেরার মুখোমুখি হওয়ায় বেশ ভয় পাচ্ছিলেন। এগিয়ে আসেন সহ অভিনেতা সুশান্ত। তিনি সারাকে বলেন, তাঁর সঙ্গে হিন্দি ছাড়া আর অন্য কোনও ভাষায় কথা না বলতে। দীর্ঘদিন শ্যুট করার সময় হিন্দিতে কথা বলতে বলতে ভাষায় কিছুটা দখল আসে সারার।
সেইসঙ্গে সারা বলেন, 'আমি জানি না আমি এই ছবিতে কেমন অভিনয় করেছি কিন্তু আমি আমার সমস্ত ক্ষমতা দিয়ে চেষ্টা করেছি। তবে আমি একটুও অভিনয় করতে পারতাম না যদি সুশান্ত না থাকত। ও সবচেয়ে বেশি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। আমি যা ভাঙা ভাঙা হিন্দি বলি, সেটা সুশান্তই শিখিয়েছিল। ওর সঙ্গে কাজ করে আমি একটু একটু অভিনয় শিখেছি।'
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সারা, সুশান্তের এই ভিডিও। সে সময় সারার সঙ্গে সুশান্তের ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল, তবে খুব বেশিদিন টেঁকেনি বলে শোনা যায়।
প্রসঙ্গত, সুশান্তের মৃত্যুর পর ভাইরাল হয় করিনা কপূরের একটি চ্যাট শো-র ভিডিও ক্লিপ। তাতে সঞ্চালক করিনাকে প্রশ্ন করেন, সারাকে প্রেম করার কী টিপস তিনি দেবেন? তার উত্তরে করিনা তৎক্ষনাত উত্তর দেন, 'তোমার প্রথম ছবির নায়কের সঙ্গে প্রেম কোরো না। সারার প্রথম ছবির নায়ক ছিলেন সুশান্ত। এই ভিডিও সামনে আসতেই নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন করিনা।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement