Tanushree Dutta: 'দ্য কাশ্মীর ফাইলস' পরিচালকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তনুশ্রী দত্তর
মুক্তির পর বক্স অফিসে কার্যত ঝড় চালাচ্ছে এই ছবি। ইতিমধ্যেই ১০০ কোটির ক্লাবে পৌঁছে গিয়েছে। তবে, সম্প্রতি নতুন করে বিতর্ক দেখা দিয়েছে 'দ্য কাশ্মীর ফাইলস' ছবির পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রীকে ঘিরে।
মুম্বই: গত বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনামে রয়েছে 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files)। ছবিটি মুক্তি পাওয়ার আগে থেকেই নানা বিতর্ক তৈরি হয়। পাশাপাশি করোনা পরিস্থিতির জন্য ছবির মুক্তি স্থগিতও হয়ে যায়। সমস্ত বাধা কাটিয়ে অবশেষে মুক্তি পেয়েছে 'দ্য কাশ্মীর ফাইলস'। আর মুক্তির পর বক্স অফিসে কার্যত ঝড় চালাচ্ছে এই ছবি। ইতিমধ্যেই ১০০ কোটির ক্লাবে পৌঁছে গিয়েছে। তবে, সম্প্রতি নতুন করে বিতর্ক দেখা দিয়েছে 'দ্য কাশ্মীর ফাইলস' ছবির পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রীকে (Vivek Agnihotri) ঘিরে।
ঘটনা আজকের নয়। কিন্তু 'দ্য কাশ্মীর ফাইলস' ছবি নিয়ে যখন তোলপাড় গোটা দেশ, তখনই প্রকাশ্যে এসেছে বলিউড অভিনেত্রীর তনুশ্রী দত্তর (Tanushree Dutta) একটি বিস্ফোরক অভিযোগ। বেশ কয়েকবছর আগে 'দ্য কাশ্মীর ফাইলস' ছবির পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রীর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তোলেন অভিনেত্রী। বলিউডে হ্যাশট্যাগ মি টু ক্যাম্পেনও করেন তিনি সেই ঘটনাকে কেন্দ্র করে। তাঁর অভিযোগ ছিল, বেশ কিছু বছর আগে শ্যুটিংয়ে সময় তাঁকে হেনস্থা করেছিলেন পরিচালক।
আরও পড়ুন - Bachchhan Paandey: দ্বিতীয় দিন আশানুরূপ নয়, কত টাকার ব্যবসা করল 'বচ্চন পাণ্ডে'?
এক সাক্ষাৎকারে অভিনেত্রী তনুশ্রী দত্ত বলেন, 'কস্টিউমের উপর একটি তোলায়ে পরে আমি ক্যামেরার পিছনে দাঁড়িয়েছিলাম। ওই ব্যক্তি (পরিচালক বিবেক অগ্নিহোত্রী) চাইছিলেন আমি যেন ছবির এক অভিনেতাকে (ইরফান খান) কিউ ধরিয়ে দিই। যদিও সেই দৃশ্য একেবারেই ওই অভিনেতার ক্লোজ আপ ছিল। ওটা আমার শটও ছিল না। আমি তাই শটের মধ্যেও যাইনি। ওই অভিনেতার ক্লোজ আপ শট ছিল আর ওঁকে শুধুমাত্র কোনও কিছুর দিকে তাকিয়ে অভিব্যক্তি দিতে হত। ওই পরিচালক আমাকে বলেন, 'যাও গিয়ে পোশাক খুলে ডান্স করো। ওকে কিউ দাও।' এই ঘটনা ২০০৫ সালে আমার সঙ্গে ঘটে 'চকোলেট' ছবির শ্যুটিংয়ের সময়।'
পরিচালকের এমন মন্তব্যের পর কীভাবে তনুশ্রী দত্ত পাশে দাঁড়িয়ে তাঁকে সেই অস্বস্ত্বিকর পরিস্থিতি থেকে বের করে আসেনন অভিনেতা ইরফান খান, সেকথাও জানান অভিনেত্রী। যদিও পরবর্তীকালে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী।