Tamanna Katoch: ব়্যাম্পে হেঁটেছেন জাহ্নবীর পিছনে, এখন এই মডেলের লাস্যেই মুগ্ধ নেটদুনিয়া
Janhvi Kapoor: চর্চায় জাহ্নবীকে পিছনে ফেলে দিয়েছেন, কে এই মডেল?

কলকাতা: একেই তাঁর মার্জার সরণীতে হাঁটা কটাক্ষের শিকার হয়েছিল, তার ওপর বলিউডের এই তারকা সন্তানকে বিপাকে ফেললেন একজন মডেল! সদ্যই একটি ফ্যাশান শো-তে মার্জার সরণীতে হেঁটেছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কপূর (Janhvi Kapoor)। প্রথমে তিনি একটি কালো ওভারকোট পরে ব়্যাম্পে হেঁটে আসেন, তারপরেই খুলে ফেলেন সেই ওভারকোট। অফ সোলডার বাঁধনি স্লিট গাউনে মার্জার সরণীতে হাঁটেন জাহ্নবী। তবে তাঁর চলন নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রশ্ন, বিতর্ক। অনেকেই বলেছেন 'জাহ্নবী কেন এভাবে হাঁটছেন, এত তাড়াতাড়ি? ট্রেন ধরার তাড়া আছে নাকি?' তবে এই ফ্যাশান শো-তেই নজর কাড়লেন আরেক মডেল।
কে তিনি? ব়্যাম্পওয়াকের একেবারে শেষে যখন পর পর হেঁটে আসেন সমস্ত মডেল, তখন জাহ্নবীর ঠিক পিছনেই ছিলেন তিনি। কালো উঁচু গলা পোশাক, হাত কাটা স্লিট গাউন, কিছুটা ঝলমলে আবার কিছুটা ম্যাট ফিনিশ। সোশ্যাল মিডিয়ায় তাঁর এই ভিডিও প্রকাশ্যে আসতেই ভাইরাল। সেই মডেলের হাঁটায় যেন বিচ্ছুরিত হচ্ছে আত্মবিশ্বাস। হাঁটার ধরণও জাহ্নবীর থেকে অনেকটাই আলাদা আর ভীষণ সাবলীল। এখানেই সবাই তাঁকে তুলনা করে বসেছেন জাহ্নবীর সঙ্গে। অনেকেরই মতে, নেপোটিজমের জন্যই শো-স্টপার হয়েছেন জাহ্নবী। সুযোগ পেয়ে হাঁটছেন সবার আগে। কিন্তু যে আসল প্রতিভাবান, সেই সবার নজর কেড়েছে।
কিন্তু কে এই মডেল? জানা যাচ্ছে, এই মডেলের নাম তমন্না কাটোচ (Tamanna Katoch)। নয়াদিল্লির এই মডেল কিন্তু দীর্ঘদিন থেকেই মার্জার সরণীতে দাপিয়ে বেড়াচ্ছেন। কখনও কোনও অভিনয় করেননি তিনি। তবে কাজ করেছেন একাধিক পেশাদার ফ্যাশান ব্র্যান্ড ও পরিচিত লোকেদের সঙ্গে। এদিনের শো-এ তিনি শো স্টপার না হলেও, সবার নজর এখন তাঁর দিকেই। অনেকেই বলছেন, 'আপনার হাঁটা তো জাহ্নবীকে ম্লান করে দিচ্ছে একেবারেই।' অনেকে আবার কটাক্ষ করে লিখেছেন, 'এই নেপো কিড টাকে কিছু শেখান।' অনেকেই আবার লিখেছেন, 'আসল প্রতিভা তো পিছনে হাঁটছে।' কেউ বা লিখেছেন, 'আপনার হাঁটা তো মার্জার সরণীতে আগুন ধরাচ্ছে।'
একদিকে যখন জাহ্নবীকে তাঁর মার্জার সরণীতে চলনের জন্য চূড়ান্ত কটাক্ষ শুনতে হচ্ছে, তখন লাইম লাইট কেড়ে নিয়ে গিয়েছেন এই তমন্না কাটোচ।
View this post on Instagram






















