Aditi and Siddharth: বিদেশ নয়, কেন রাজস্থানের আলিলা ফোর্টেই বিয়ে করলেন অদিতি আর সিদ্ধার্থ?
Aditi Rao Hydari and Siddharth: একটি ছবিতে দেখা গিয়েছে অদিতি ও সিদ্ধার্থের বিয়ের আসরের ছবি। চারিদিকে গাছে ঘেরা নুড়ি বেছানো পথে যেন জ্বলছে হাজার হাজার জোনাকি।
কলকাতা: তাঁদের বিয়ের ছবি যেন শেষই হচ্ছে না। হবে নাই বা কেন! রাজস্থানের আলিলা ফোর্টে স্বপ্নের মতো সুন্দর সেই বিয়ের ছবি যতই দেখছেন, ততই যেন মুগ্ধ হচ্ছেন নেটিজেনরা। আজ সোশ্যাল মিডিয়ায় ফের নিজেদের বিয়ের একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন অদিতি রাও হায়দারি (Aditi Rao Hydari) ও সিদ্ধার্থ (Siddharth)। সেই সঙ্গে শেয়ার করে নিলেন মনের কথা।
আজ সোশ্যাল মিডিয়ায় বিয়ের পার্টির একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন অদিতি ও সিদ্ধার্থ। অদিতি লিখেছেন, 'দুই বন্ধুর বিয়ে হচ্ছে। বন্ধুর মতোই তাঁদের পরিবার তাঁদের সঙ্গে রয়েছে। প্রেম, নাচ, গান উদযাপন.. আরও কত কী! কত হাসি আর কত চোখের জল আবেগে.. দুই বন্ধুর বিয়ে হচ্ছে, দুটো মানুষ এক হয়ে যাচ্ছে।' অদিতি যে ছবিগুলি শেয়ার করে নিয়েছেন সেগুলো শুধুই আনন্দের ছবি। অতিথি অভ্যাগতরা মিলে আনন্দ করছেন, কথা বলছেন, হাসছেন.. আরও কত কী! অন্যদিকে বিয়ের উদযাপনের ছবি শেয়ার করে নিয়েছেন সিদ্ধার্থও।
এরই মধ্যে একটি ছবিতে দেখা গিয়েছে অদিতি ও সিদ্ধার্থের বিয়ের আসরের ছবি। চারিদিকে গাছে ঘেরা নুড়ি বেছানো পথে যেন জ্বলছে হাজার হাজার জোনাকি। সাদা ফুলে সাজিয়ে তোলা হয়েছিল অদিতি ও সিদ্ধার্থের বিয়ের আসর। সব মিলিয়ে যে যেন একটা স্বপ্নের পরিবেশ। অদিতি লিখেছেন, 'আলিলা ফোর্ট তাঁকে মনে করিয়ে দিয়েছে ছোটবেলায় যাওয়া তাঁর ঠাকুমা-ঠাকুর্দার বাড়ির কথা। পাহাড়ের গা দিয়ে রাস্তা নেমে এসেছে বাড়ির দিকে। এমন এক একটা জায়গাতেই তো ম্যাজিক হয়। এটা আমার কাছে ওয়ান্ডারল্যান্ডের মতোই। এখানেই আমি স্বপ্ন দেখেছিলাম আর সেই স্বপ্ন যেন সত্যি হল।' আলিলা ফোর্ট নিয়ে যেন অদিতির স্বপ্নের শেষ নেই। তিনি লিখছেন, 'আমি এবং সিধু ভেবেছিলাম, এই ফোর্টে বিশেষ কিছু রয়েছে। ফোর্টা একইসঙ্গে ভীষণ রোম্যান্টিক আর মাটির কাছাকাছি।'
View this post on Instagram
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।