এক্সপ্লোর
Advertisement
সোশ্যাল মিডিয়ায় শীর্ণকায় ছবি পোস্ট, বাহুবলী-খ্যাত রানা ডগ্গুবতীর অসুস্থতা নিয়ে জোর জল্পনা
২০১৭ সালে ‘নেনে রাজু নেনে মন্ত্রী’ সিনেমায় তাঁকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল। তবে এরপর তেলুগু ভাষায় ‘হাতি মেরে সাথী’ ছাড়াও হিন্দিতে ‘হাউসফুল ৪’ এবং ‘ভুজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া’ সিনেমাগুলি রয়েছে তাঁর হাতে।
মুম্বই: সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ছবি। আর তা নিয়েই তোলপাড়!
তেলুগু অভিনেতা রানা ডাগ্গুবতী মঙ্গলবার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। যে ছবিতে বাহুবলী-খ্যাত অভিনেতাকে ভীষণই শীর্ণকায় দেখিয়েছে। আর সেই ছবি দেখেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা। অনেকেই জানতে চেয়েছেন, কেন এহেন দুর্বল দেখাচ্ছে অভিনেতাকে।
একটি সংস্থার বিজ্ঞাপনের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন রানা। যা দেখে এক ভক্ত লেখেন, ‘শরীরে কী এমন করেছেন?’ আর এক উদ্বিগ্ন ভক্ত লেখেন, ‘অসুস্থ দেখাচ্ছে। সব কিছু ঠিক আছে তো?’ বাহুবলীতে তাঁর পেশিবহুল চেহারার কথা মনে করিয়ে দিয়ে এক ভক্তের প্রশ্ন, ‘ভল্লাল দেবের কী হয়েছে? এত শীর্ণকায় চেহারা কেন?’
এর আগে গত জুলাইয়ে রানার একটি ছবিকে নিয়েও জল্পনা ছড়িয়েছিল। সেবারও ছবিতে তাঁকে এবারের মতো না হলেও, মোটের ওপর বেশ শীর্ণকায় দেখিয়েছিল। জল্পনা ছড়িয়েছিল যে, অসুস্থ রানা। তাঁর কিডনি প্রতিস্থাপন করানো হবে বলেও কোনও কোনও মহলে চর্চা চলেছে। যদিও পরে সংবাদসংস্থাকে দেওয়া একটি সাক্ষাৎকারে ৩৪ বছরের রানা সেই জল্পনায় জল ঢেলেছিলেন। বলেছিলেন, ‘এ নিয়ে অনেক চর্চা হয়েছে। জবাব দিতে দিতে আমি ক্লান্ত। আমি সম্পূর্ণ সুস্থ। তাই আমার শারীরিক অবস্থা নিয়ে জল্পনা এবার ক্লান্তিকর হয়ে যাচ্ছে।’ ২০১৭ সালে ‘নেনে রাজু নেনে মন্ত্রী’ সিনেমায় তাঁকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল। তবে এরপর তেলুগু ভাষায় ‘হাতি মেরে সাথী’ ছাড়াও হিন্দিতে ‘হাউসফুল ৪’ এবং ‘ভুজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া’ সিনেমাগুলি রয়েছে তাঁর হাতে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement