![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Viral Video: জনপ্রিয় 'মানিকে মাগে হিথে' গানে বেলি ডান্স, মুহূর্তে ভাইরাল ভিডিও
'মানিকে মাহে হিথে' গানের সুরে বেলি ডান্স করে ভাইরাল হলেন এক মহিলা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে।
![Viral Video: জনপ্রিয় 'মানিকে মাগে হিথে' গানে বেলি ডান্স, মুহূর্তে ভাইরাল ভিডিও Woman performs belly dance on Manike Mage Hithe in viral video. Amazing, says Internet, Know In Details Viral Video: জনপ্রিয় 'মানিকে মাগে হিথে' গানে বেলি ডান্স, মুহূর্তে ভাইরাল ভিডিও](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/26/e08f0f536dfc2afd3881d8ae2fafc4c7_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই : টানা বেশ কয়েকমাস ধরে নেট নাগরিকরা যে গানে মজে রয়েছেন, তা অবশ্যই 'মানিকে মাহে হিথে' (Manike Mage Hithe)। সিংহলী গায়িকা ইওহানি ডি সিলভার এই গান মুহূর্তে ভাইরাল হয়ে যায়। যদিও একেবারে শুরুতে 'মানিকে মাহে হিথে' গানটি গেয়েছিলেন অন্য এক গায়ক। তখন ততটাও জনপ্রিয় না হলেও, ইওহানির গলায় গানটি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে তাতে মজে যান নেট নাগরিকরা। দেশ, ভাষা, সংস্কৃতি সমস্ত কিছুর বেড়াজালকে টপকে মোবাইলে মোবাইলে বাজছে 'মানিকে মাগে হিথে'। তবে, এই গান যে শুধু সাধারণ মানুষের মধ্যেই প্রভাব ফেলছেন, এমনটা একেবারেই নয়। সাধারণ মানুষ থেকে তারকারা প্রত্যেকেই যেন 'মানিকে মাগে হিথে' জ্বরে আক্রান্ত। যে যার নিজের মতো করে এই গানে পারফর্ম করেছেন। বলিউডে মাধুরী দীক্ষিত থেকে টাইগার শ্রফ, কেউ বোধহয় আর বাকি নেই যিনি এই গানে নিজের মতো করে ভিডিও তৈরি করেননি। পাশাপাশি, বহু গায়ক আবার এই গানটিকে নিজের ভাষায় গেয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন। সবমিলিয়ে কয়েকমাস আগে গানটি মুক্তি পেলেও, এখনও 'মানিকে মাগে হিথে'-র নেশা থেকে বেরোতে পারেননি শ্রোতারা। আর তার প্রমাণ ফের পাওয়া গেল।
আরও পড়ুন - রাজনীতিতে যোগ দিচ্ছেন প্রাক্তন বিগ বস প্রতিযোগী কামিয়া পঞ্জাবী?
'মানিকে মাহে হিথে' গানের সুরে বেলি ডান্স করে ভাইরাল হলেন এক মহিলা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে এক মহিলাকে ইওহানির 'মানিকে মাগে হিথে' গানে বেলি ডান্স করতে দেখা যাচ্ছে। আর ওই মহিলার পারফরম্যান্স দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেট নাগরিকরা। জানা যাচ্ছে, ওই মহিলার নাম রক্ষা পর্শনানি। তিনি একজন প্রাক্তন আইটি কর্মী। পরবর্তীকালে তিনি পেশা বদলে বেলি ডান্সার হিসেবে পরিচিত হন। তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে একাধিক বেলি ডান্সের ভিডিও আপলোড করা হয়েছে।
আরও পড়ুন - Taapsee Pannu: কোন ধরনের ছবির জন্য তিনি উপযুক্ত নন? জানাচ্ছেন তাপসী পান্নু
'মানিকে মাগে হিথে' গানে বেলি ডান্সের ভিডিও পোস্ট করে ক্যাপশনে রক্ষা লিখেছেন, 'গানটি গুনগুন করা বন্ধ করতে পারছি না। তেমনই এই গানে ডান্স পারফর্ম করাও বন্ধ করতে পারছি না। মানিকে মাগে হিথে গানে নাচ শেখার সময়ও অনেক মজার অভিজ্ঞতা হয়েছে।' রক্ষার বেলি ডান্স দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেট নাগরিকরা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)