Aditya Roy Kapur: অভিনেতা আদিত্য রায় কপূরের বাড়িতে অনধিকার প্রবেশ, পুলিশের হাতে আটক মহিলা
Bollywood News: আদিত্যর বাড়িতে ঢুকে পড়া ওই মহিলাকে ৪৭ বছর বয়সি গজালা সিদ্দিক বলে শনাক্ত করা গিয়েছে।

মুম্বই: এবার অভিনেতা আদিত্য রায় কপূরের বাড়িতে অনধিকার প্রবেশ। দুবাই নিবাসী মহিলা অভিনেতার বাড়িতে ঢুকে পড়েন বলে জানা গিয়েছে। সোমবার সন্ধেয় এই ঘটনা ঘটে, যাকে ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে মায়ানগরীতে। সাম্প্রতিক কালে বার বার তারকাদের বাড়িতে অনধিকার প্রবেশ, প্রাণনাশের হুমকি, এমনকি বাড়িতে ঢুকে হামলার ঘটনাও ঘটেছে। সেই তালিকায় নয়া সংযোজন আদিত্য। (Aditya Roy Kapur)
আদিত্যর বাড়িতে ঢুকে পড়া ওই মহিলাকে ৪৭ বছর বয়সি গজালা সিদ্দিক বলে শনাক্ত করা গিয়েছে। নিজেকে দুবাইয়ের বাসিন্দা বলে দাবি করেন তিনি। জানা গিয়েছে, সোমবার সন্ধেয় আদিত্যর বাড়িতে পৌঁছন ওই মহিলা। সেই সময় বাড়িতে ছিলেন না অভিনেতা। গৃহ সহায়িকাকে গজালা জানান, আদিত্যর জন্য উপহার এনেছেন তিনি। তাতেই মহিলাকে ঢুকতে অনুমতি দেওয়া হয় বলে জানা গিয়েছে। (Bollywood News)
পরে বাড়ি ফিরে গোটা ঘটনা শোনেন আদিত্য। ওই মহিলা অপেক্ষা করছেন বলেও জানতে পারেন। আদিত্যকে দেখে কার্যত ছুটে যান ওই মহিলা। কোনও রকমে সেখান থেকে বেরিয়ে যান আদিত্য। সঙ্গে সঙ্গেই সোসাইটির আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন তিনি। এর পর খবর যায় খার থানায়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গজালাকে আটক করা হয়েছে বলে খবর। তাঁর বিরুদ্ধে অনধিকার প্রবেশ-সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। গোটা ঘটনায় অভিনেতার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, এই প্রথম এমন ঘটনায় নাম জড়াল না গজালার। India Today জানিয়েছে, গত সপ্তাহে অভিনেতা সলমন খানের বাড়িতে অনধিকার প্রবেশের জন্য যে মহিলাকে আটক করা হয়, তিনি এই গজালাই। সেবার বান্দ্রা পুলিশ তাঁকে আটক করে। অভিনেতার সঙ্গে দেখা করতে চাইছিলেন বলে সেবার দাবি করেন গজালা। এবারও তাঁর দাবি, আদিত্যর সঙ্গে দেখা করতে দুবাই থেকে মুম্বই এসেছেন।
গজালার ব্যাকগ্রাউন্ড খতিয়ে দেখছে পুলিশ। বার বার তারকাদের বাড়িতে কেন ঢুকে পড়ার চেষ্টা করছেন তিনি, কী তাঁর উদ্দেশ্য, তাও বোঝার চেষ্টা চলছে। খার থানার পুলিশ মামলার তদন্ত করছে। তবে গোটা ঘটনায় মায়ানগরীর নিরাপত্তা নিয়ে, বিশেষ করে তারকাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ আদিত্যর একার সঙ্গে এমন ঘটনা ঘটল না। গত কয়েক মাসে বার বার এমন ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, সলমনের বাড়িতে ঢোকার চেষ্টা করায় যখন আটক করা হয়েছিল ওই মহিলাকে, এত সহজে তাঁকে ছেড়ে দেওয়া হল কেন, উঠছে প্রশ্ন।






















