(Source: ECI/ABP News/ABP Majha)
বিয়ে, বাচ্চাকাচ্চাতেই শেষ হয় না মেয়েদের কেরিয়ার, বললেন বিদ্যা বালন
মু্ম্বই: বিবাহিত অভিনেত্রীদের পক্ষে ভাল রোল পেতে সমস্যা হয় না বলিউডে। সমাজে যে বদল ঘটছে, তার প্রতিফলন ঘটে রুপোলী পর্দায়। মনে করেন বিদ্যা বালন। তিনি বলেছেন, আমি ৩৭ বছরের সফল, গর্বিত মহিলা। মেয়েদের কেরিয়ার বিয়ে, বাচ্চাকাচ্চা হয়ে গেলেই শেষ হয় না। চলচ্চিত্রের দুনিয়াতেও এটা সত্যি। অভিনেত্রীদের ক্ষেত্রে অন্যরকম হবেই বা কেন?
নিজের ছবি কহানি টু-দুর্গা রানি সিংহ-র প্রোমোশন অনুষ্ঠানে এ কথা বলেছেন বিদ্যা। তিনি বলেছেন, বাস্তব জীবনে সফল মানুষদের দেখে, সত্যিকারের ঘটনায় অনুপ্রাণিত হন লেখকরা। ফলে সমাজে যখন পরিবর্তন ঘটছে, তা তো সিনেমার পর্দায় দেখা যাবেই।
অভিনেত্রীদের জন্য এখন আরও বেশি পারফরম্যান্স কেন্দ্রিক রোল লেখা হচ্ছে বলেও অভিমত বিদ্যার। তিনি বলেন, আজকাল যে ধরনের রোল মিলছে, তা সত্যিই অনেক বদলে যাওয়া। দিগন্তটা অনেক বিস্তৃত এখন।
অনুষ্ঠানে ছিলেন ছবিতে বিদ্যার সহ-অভিনেতা অর্জুন রামপাল, যিনি আবার মনে করেন, সিনেমায় বয়স কোনও ব্যাপার নয়। তাঁর কথায়, আমার মত হল, বয়স আসলে শুধুই মনের ব্যাপার। এটা কারও বিচলিত হওয়ার বিষয় নয়।
ছবিটির শুক্রবার মুক্তি পাওয়ার কথা।