এক্সপ্লোর
Advertisement
সত্যজিৎ রায়ের ছবিতে যে কোনও চরিত্রে অভিনয় করতে রাজি ছিলাম, বলছেন শাবানা আজমি
কলকাতা: কলকাতায় এসে প্রয়াত কিংবদন্তী পরিচালক সত্যজিৎ রায়ের স্মৃতিচারণায় ডুবে গেলেন অভিনেত্রী শাবানা আজমি। তিনি বলেছেন, ‘সত্যজিৎ রায়ের ছবিতে যে কোনও চরিত্রে অভিনয় করতে রাজি ছিলাম। সেটা যদি শিশু বা পুরুষের চরিত্রও হত, তাহলে আমার আপত্তি থাকত না। শতরঞ্জ কে খিলাড়ি ছবিতে খুরশিদের ভূমিকায় অভিনয় করার সুযোগ পেয়ে আমি নিজেকে ভাগ্যবতী মনে করি। তাঁর মতো একজন পরিচালক যে আমাকে বেছে নিয়েছিলেন, সেটা সৌভাগ্যের বিষয়।’
শতরঞ্জ কে খিলাড়ি ছবিতে প্রয়াত সঞ্জীব কুমার অভিনীত মির্জা সাজ্জাদ আলির স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন শাবানা। প্রথম দিনের শ্যুটিংয়ের অভিজ্ঞতা সম্পর্কে এই অভিনেত্রী বলেছেন, ‘আমি জিনস-টি শার্ট পরে স্টুডিওতে যাই। মানিকদা আমাকে কোনও দৃশ্য বা চরিত্রের কথা না বলে কস্টিউম পরতে বলেন। কস্টিউম পরার পরেই বুঝতে পারি, আমার বসা, হাঁটাচলা বদলে গিয়েছে। এরপর মেকআপ রুমে ঢুকে আমাকে বলেন, জিনস-টি শার্ট পরা অবস্থায় আমার সঙ্গে চরিত্র নিয়ে কথা বলতে চাইছিলেন না। এরপর তিনি আমাকে চরিত্রটি বুঝিয়ে দেন।’
সত্যজিৎ রায় প্রসঙ্গে শাবানা আরও বলেছেন, ‘মানিকদা প্রতিটি অভিনেতার সঙ্গে আলাদা ভঙ্গিতে কথা বলতেন। তিনি সঞ্জীব কুমারকে যেভাবে অভিনয়ের নির্দেশ দিতেন, সইদ জাফরিকে সেভাবে নির্দেশ দিতেন না। এটা মানিকদার কাজের একটা বিশেষ দিক ছিল।’
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement