Yash-Nusrat: 'একে অপরের সঙ্গে ঝগড়া করেছি প্রচুর, কিন্তু শেষমেষ..', জন্মদিনে নুসরতের সঙ্গে সমীকরণ নিয়ে অকপট যশ
Yash on Nusrat Birthday: যশ এবং একরত্তি ঈশানের সঙ্গে দিব্যি সংসার করছেন নুসরত। পাশাপাশি চালিয়ে যাচ্ছেন তাঁর কাজও!

কলকাতা: একটা সময়ে, টলিউডে গুঞ্জন ছড়িয়েছিল, দাম্পত্য নাকি ভাঙতে চলেছে নুসরত জাহান (Nusrat Jahan) আর যশ দাশগুপ্তের (Yash Dashgupta)-র সম্পর্ক! তাঁদের দাম্পত্য শুরু হওয়ার পথটা একেবারেই সহজ ছিল না। একটা সময়ে, নিজেদের বিয়ের খবর ও কার্যত সমাজের কাছে গোপন রাখতে হয়েছিল। কোথাও একসঙ্গে ঘুরতে গেলেও, তাঁরা আলাদা আলাদা ছবি শেয়ার করে নিতেন। নুসরতের জীবনে পুত্রসন্তান আসার পরেও, গোপন রাখতে হয়েছিল তাঁর পিতৃপরিচয়।
তবে এখন সবটাই স্বাভাবিক। যশ এবং একরত্তি ঈশানের সঙ্গে দিব্যি সংসার করছেন নুসরত। পাশাপাশি চালিয়ে যাচ্ছেন তাঁর কাজও! নিখিল জৈনের সঙ্গে বৈবাহিক সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন তিনি। যশের সঙ্গে তাঁর বিবাহ, সন্তানের জন্ম.. গোটাটাই এখন খোলা খাতার মতো। তবে এর মধ্যেই শোনা যাচ্ছিল, যশ আর নুসরতের মধ্যে নাকি এসেছেন তৃতীয় কেউ। সেই কারণেই নাকি তাঁদের সম্পর্কে ফাটল ধরেছে। নুসরতকে এর আগে দেখা গিয়েছিল পরিবারের সঙ্গে ঘুরতে যেতে। অন্যদিকে একা ঘুরতে গিয়েছিলেন যশ ও। তবে নুসরতের জন্মদিনে, যশ সমস্ত গুঞ্জন ওড়ালেন। অভিনেত্রী আর অভিনেতা দুজনেই একসঙ্গে কাটাচ্ছেন জন্মদিন।
সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা পোস্ট শেয়ার করে নিয়েছেন যশ। সেখানে রয়েছে নুসরতের ভাল থাকার মুহূর্তের টুকরো টুকরো সব ছবি। সোশ্যাল মিডিয়ায় যশ লিখেছেন, 'গোটা পৃথিবীর সঙ্গে একসাথে লড়াই করা থেকে শুরু করে একে অপরের সঙ্গেই লড়াই করা... তারপরেও শেষমেষ আমাদের মত মিলে যায় ঠিকই। হাসি আর একসঙ্গে উন্নতি করা.. এই সমস্ত কিছুই আমরা শিখছি। আমার চিরকাল একসঙ্গে থাকার মানুষটাকে, শুভ জন্মদিন। নুসরত.. অ্য়াপেল পাইটা খেয়েই নাও।'
এর আগে, যশের জন্মদিনে, সোশ্যাল মিডিয়ায় নুসরত লিখেছিলেন, 'সারা পৃথিবীর সঙ্গে আমরা লড়াই করেছি। আবার একে অপরের সঙ্গেও লড়াই করেছি। একে অপরের কথায় হেসেছি, আবার একে অন্যকে দুঃখ ও দিয়েছি। ঝগড়া, অশান্তি করতে রীতিমতো সিদ্ধহস্ত আমরা। আমার প্রিয় 'মাথাব্যথার কারণ', শুভ জন্মদিন। তোমার বিশেষ দিনটা খুব ভাল কাটুক, শান্তিতে কাটুক। এক পৃথিবী শুভেচ্ছা আর সাফল্য কামনা করি তোমার জন্য।'
View this post on Instagram






















