![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Honey Singh Accused: গায়ক হানি সিংহের বিরুদ্ধে স্ত্রীয়ের গার্হস্থ্য হিংসার মামলা, 'অসুস্থ' বলে এড়িয়ে গেলেন আদালতে হাজিরা
তাঁর আইনজীবী জানান, শারীরিক অসুস্থতার কারণে তিনি সশরীরে আদালতে উপস্থিত থাকতে পারছেন না।
![Honey Singh Accused: গায়ক হানি সিংহের বিরুদ্ধে স্ত্রীয়ের গার্হস্থ্য হিংসার মামলা, 'অসুস্থ' বলে এড়িয়ে গেলেন আদালতে হাজিরা Yo Yo Honey Singh Accused Case against singer-actor by wife under Protection of Women from Domestic Violence Act Honey Singh Accused: গায়ক হানি সিংহের বিরুদ্ধে স্ত্রীয়ের গার্হস্থ্য হিংসার মামলা, 'অসুস্থ' বলে এড়িয়ে গেলেন আদালতে হাজিরা](https://static.abplive.com/wp-content/uploads/sites/4/2016/09/18214826/honey-singh-1.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও অভিনেতা হানি সিংহের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছিলেন স্ত্রী শালিনী তলওয়ার । ২৮ অগাস্টের মধ্যে হানি সিংহকে তাঁর জবাব কোর্টে পেশ করতে বলা হয়। কিন্তু শনিবার কোর্টে তাঁর আইনজীবী জানান, শারীরিক অসুস্থতার কারণে তিনি সশরীরে আদালতে উপস্থিত থাকতে পারছেন না। দিল্লি হাইকোর্ট পরের তারিখ দিলে নিশ্চয়ই হাজির হবেন তিনি।
ইয়ো ইয়ো হানি সিংহের (Yo Yo Honey Singh) বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা মামলায় তাঁর মেডিক্যাল রিপোর্ট এবং আয়কর সংক্রান্ত তথ্য চাইল দিল্লির আদালত। আদালতের শুনানিতে ইয়ো ইয়ো হানি সিং অনুপস্থিত ছিলেন। শারীরিক অসুস্থতা সংক্রান্ত কারণ দেখিয়ে তাঁর আইনজীবী আদালতে আবেদন করেছিলেন। বলেন, শুনানিতে তিনি সশরীরে উপস্থিত থাকতে পারবেন না। হানি সিংহের স্ত্রী শালিনী তলওয়ার (Shalini Talwar) তাঁর বিরুদ্ধে দিল্লির আদালতে গার্হস্থ্য হিংসার অভিযোগে মামলা দায়ের করেন। সোশাল মিডিয়ায় নিজের পোস্টে শালিনীর অভিযোগ ভিত্তিহীন এবং মিথ্যে বলে দাবি করেছেন হানি সিং।
সংবাদ সংস্থা সূত্রে খবর, অসুস্থতার কারণ দেখিয়ে তিনি শনিবার আদালতে হাজির হননি। তাঁর আইনজীবীর আদালতে জানান, মক্কেলের শরীর ভাল নেই, পরবর্তী দিন দিলে নিশ্চয়ই আসবেন। হানির স্ত্রী শালিনী অভিযোগ করেন, হানি ও তাঁর পরিবার তাঁর উপর অত্যাচার করেন। তাছাড়া গায়কের সঙ্গে একাধিক মহিলার সম্পর্ক আছে বলেও অভিযোগ করেছেন শালিনী। স্ত্রীর অভিযোগ নিয়ে আগেই মুখ খুলেছিলেন হানি । বলেছিলেন, সব অভিযোগ মিথ্যে। তাঁর সঙ্গে কুড়ি বছরের বিবাহিত জীবন শালিনীর। তারপরও তিনি তাঁর পরিবারের বিরুদ্ধেও গার্হস্থ্য হিংসার অভিযোগ আনেন, তাতে তিনি ব্যথিত। তিনি আরও বলেন, তাঁর শিল্পী বন্ধু ও সহযোগীরাও তাঁর স্ত্রীকে বহুদিন ধরে চেনেন। সেই সঙ্গে তিনি ধন্যবাদ জানান, যাঁরা বিপদের দিনে তাঁর পাশে দাঁড়িয়েছেন তাঁদের।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)