Elvish Yadav: ED-র ডাকে সাড়া, 'ওঁরা যা চেয়েছিলেন...', সাপের বিষ পাচার মামলায় হাজিরা দিলেন এলভিস যাদব
Snake Venom Case: প্রায় সপ্তাহ ২ আগে এলভিস যাদবকে ডেকে পাঠায় ইডি, সাপের বিষ পাচারের সঙ্গে আর্থিক দুর্নীতির কারণে। ED-র তরফে 'প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট'-এ অভিযোগ দায়ের করা হয়েছে।
নয়াদিল্লি: তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (Enforcement Directorate)। সেই মতো, আজ তাদের লখনউয়ের দফতরে হাজিরা দিলেন ইউটিউবার (YouTuber) ও বিগ বস ওটিটি ২ (Bigg Boss OTT 2) জয়ী এলভিস যাদব (Elvish Yadav)। সাপের বিষ পাচারের সঙ্গে জড়িত আর্থিক দুর্নীতির অভিযোগে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় সংস্থা। সূত্রের খবর, তাঁকে ইউটিউব ইন্ডিয়া ও অন্যান্য ব্যবসা থেকে পাওয়া অর্থ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। সিভিও আধিকারিকদের তত্ত্বাবধানে, তদন্তটি সমস্ত প্রাসঙ্গিক তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করার জন্য তৈরি করা হয়েছে।
ইডি-র ডাকে সাড়া, জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিলেন এলভিস
প্রায় সপ্তাহ ২ আগে এলভিস যাদবকে ডেকে পাঠায় ইডি, সাপের বিষ পাচারের সঙ্গে আর্থিক দুর্নীতির কারণে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, 'প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট' বা PMLA অনুযায়ী অভিযোগ দায়ের করেছে। এদিন ইডি অফিসে এলভিস পৌঁছতেই সাংবাদিকদের মুখোমুখি হতে হয় তাঁকে। তিনি বলেন, 'ওঁরা যা চেয়েছিলেন তা আমি জমা দিয়েছি এবার ওঁরা বলবেন'। তবে এর বেশি কোনও প্রতিক্রিয়া দেননি তিনি।
'ওয়াইল্ডলাইফ প্রোটেকশন অ্যাক্ট'সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু হয়েছে এলভিসের বিরুদ্ধে। ২৬ বছর বয়সী ইউটিউবারের বিরুদ্ধে 'নার্কোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস অ্যাক্ট'-এও মামলা রুজু হয়েছে। পুলিশের থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী, এলভিস স্বীকার করে নিয়েছেন যে তিনি নিজের রেভ পার্টিতে সাপ ও সাপের বিষের আয়োজন করতেন। জিজ্ঞাসাবাদের মাধ্যমে তিনি এও স্বীকার করেছেন যে বছর খানেক আগে সাপের বিষ বিক্রির অপরাধে যাদের গ্রেফতার করা হয়, তাদেরও চিনতেন এলভিস।
Lucknow: Elvish Yadav has appeared at the Lucknow ED office in connection with the money laundering case. He may be questioned about financial documents received from YouTube India and other transactions. The CVO officers will lead the investigation, preparing to scrutinize every… pic.twitter.com/ClReGG7N2Z
— IANS (@ians_india) July 23, 2024
৯টি সাপ, যার মধ্যে ৫টি কোবরা ও ২০ মিলিলিটার সাপের বিষ (মনে করা হচ্ছে) উদ্ধার করা হয়েছে রেভ পার্টি থেকে। কর্তৃপক্ষের দাবি, এলভিস যাদব এই গোটা সময় জুড়ে ব্যাঙ্কোয়েট হল থেকে অনুপস্থিত ছিলেন। নয়ডা পুলিশ এপ্রিল মাসে যে যে ধারায় মামলা দায়ের করেছিল, তাতে রেভ পার্টির আয়োজন, সাইকোঅ্যাকটিভ ড্রাগ ব্যবহার এবং সাপ পাচারের মতো বিষয়গুলি সহ ১২০০ পৃষ্ঠার অভিযোগ রয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।