Yuvaan Update: বাবার কোলে চড়ে 'ওয়ার্ম আপ' খুদে ইউভানের, ভিডিও পোস্ট সোশ্যাল মিডিয়ায়
Raj-Subhashree Son Update: রাজ নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেন রাজ চক্রবর্তী। ভিডিওয় দেখা যাচ্ছে বিছানার ছত্রী ধরে ওয়ার্ম আপ করছে পুঁচকে। বাবার কোলে চড়ে খানিক শরীর চর্চা আর কী।
কলকাতা: সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তারকা দম্পতি রাজ চক্রবর্তী (Raj Chakrabarty) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। তাঁদের টাইমলাইন জুড়ে এখন বেশিরভাগই থাকে খুদে ইউভানের (Yuvaan) নানা কীর্তির ছবি ও ভিডিও। সেরকমই একটি ভিডিও পোস্ট করলেন পরিচালক। 'ওয়ার্ম আপ' করে পুঁচকে ইউভান। ভিডিওয় শোনা যাচ্ছে মা শুভশ্রীর কণ্ঠস্বর।
বুধবার সকালে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেন রাজ চক্রবর্তী। ভিডিওয় দেখা যাচ্ছে বিছানার ছত্রী ধরে ওয়ার্ম আপ করছে পুঁচকে। বাবার কোলে চড়ে খানিক শরীর চর্চা আর কী। পরনে লাল-নীল সোয়েটার। খুদে বেশ বুঝতে পারছে তার কীর্তি ক্যামেরাবন্দি করছে মা, তাই সেদিকে খানিক তাকিয়েই যেন জোশ আরও বেড়ে যাচ্ছে তাঁর। বেশ জোর দিয়ে আওয়াজও করছে সে। তবে তারই মধ্যে সাবধানী মা, বেশি জোর দেখে বলেও উঠলেন, 'আস্তে'। যাতে ছেলের কোনওভাবে আঘাত না লাগে।
View this post on Instagram
ভিডিও পোস্ট করে ক্যাপশনে রাজ লেখেন, 'চিন-আপ করে খানিক ওয়ার্ম আপ করছে ইউভান'। খুদের 'পুশ আপ' দেওয়ার বয়স না হলেও 'চিন আপ' করেই বাজিমাত করছে সে। ভিডিও পোস্ট হতেই কমেন্টের বন্যা। বিক্রম চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, অনিন্দিতা বোস, একরত্তিকে ভালবাসা জানিয়েছেন অনেকেই।
আরও পড়ুন: Tonic Trailer: বড়দিনে আসছে 'টনিক', মুক্তি পেল দেবের নতুন ছবির ট্রেলার