Zara Hatke Zara Bachke: সোমবারেও ভালই ব্যবসা সারা-ভিকির ছবির, আয় ছাড়াল ২৫ কোটি
Box Office Collection Day 4: প্রথম সপ্তাহান্তের শেষে এই ছবি ২২ কোটির গণ্ডি পার করে ফেলেছিল। শুরু হয়েছে নতুন সপ্তাহ। সপ্তাহের শুরু, তার ওপর বড় বাজেটের ছবি নয়, তাতেও ৪.৪১ কোটি টাকার ব্যবসা করল এই ছবি।
নয়াদিল্লি: ২ জুন মুক্তি পেয়েছে ভিকি কৌশল (Vicky Kaushal) ও সারা আলি খান (Sara Ali Khan) অভিনীত রোম্যান্টিক কমেডি (romantic comedy) 'জরা হটকে জরা বঁচকে' (Zara Hatke Zara Bachke)। সিনেপ্রেমীদের থেকে মিলেছে ভাল রিভিউ। বছরের প্রথম সফল রমকম ছবি হয়ে ওঠার পাশাপাশি লক্ষ্মণ উতেকর (Laxman Utekar) পরিচালিত সিনেমাটি দ্বিতীয় সপ্তাহের শুরুতেও বক্স অফিসেও (Box Office Collection) ভাল ফল করছে। প্রথম সোমবার কত টাকার ব্যবসা করল এই ছবি?
'জরা হটকে জরা বঁচকে' ছবির বক্স অফিস কালেকশন?
প্রথম সপ্তাহান্তের শেষে এই ছবি ২২ কোটির গণ্ডি পার করে ফেলেছিল। শুরু হয়েছে নতুন সপ্তাহ। সপ্তাহের শুরু, তার ওপর বড় বাজেটের ছবি নয়, তাতেও ৪.৪১ কোটি টাকার ব্যবসা করল এই ছবি। অর্থাৎ প্রথম চারদিন পর এই ছবির মোট ২৬.৭৩ কোটি টাকা। এই মুহূর্তে 'জরা হটকে জরা বঁচকে' বক্স অফিসে লড়াই করছে আদাহ্ শর্মার সুপারহিট ছবি 'দ্য কেরালা স্টোরি' ও 'স্পাইডারম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স'-এর সঙ্গে।
তবে আগের তিন দিনের হিসেব অনুযায়ী, সোমবার 'জরা হটকে জরা বঁচকে'র ব্যবসা নিম্নমুখী অনেকটা। তাও আশা করা হচ্ছে শীঘ্রই এই ছবি ৩০ কোটি টাকার গণ্ডি পার করে ফেলবে।
ট্রেড অ্যানালিস্ট ও ফিল্ম সমালোচক তরণ আদর্শ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, 'বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়ে রেখেছে 'জরা হটকে জরা বঁচকে' চতুর্থ দিন সোমবারের মতো গুরুত্বপূর্ণ দিনেও। সপ্তাহের ব্যস্ত দিন হিসেবে ব্যবসা ভালই, এর থেকে প্রমাণিত হচ্ছে যে দর্শক এই ছবিকে সাদরে গ্রহণ করেছেন... শুক্রবারের আয় ৫.৪৯ কোটি টাকা, শনিবারের আয় ৭.২০ কোটি টাকা, রবিবারের আয় ৯.৯০ কোটি টাকা, সোমবারের আয় ৪.১৪ কোটি টাকা, মোট আয় ২৬.৭৩ কোটি টাকা।' করোনা পরবর্তী সময়ে একটি মধ্য বাজেটের ছবির ক্ষেত্রে এই আয় বেশ ভালই।
View this post on Instagram
আরও পড়ুন: Most Expensive Honey: এক কেজি মধুর দাম গাড়ির দামের সমান! বিশ্বের সবচেয়ে দামি মধু পাওয়া যায় কোন দেশে?
প্রসঙ্গত, 'জরা হটকে জরা বঁচকে' খানিক হালকা কমেডি ঘরানার ছবি। পয়সা উসুল এই ছবির গান এবং দুই তারকার উপস্থিতিই মূলত দর্শককে হলমুখী করছে বলে মতামত ফিল্ম সমালোচকদের। নিজের বাড়ি কেনার জন্য মধ্যবিত্ত কোনও পরিবার কতটা দূর পর্যন্ত যেতে পারে, কী কী পদক্ষেপ নিতে পারে সেই নিয়েই এই গল্প। সৌম্য ও কপিলের এই গল্প প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ২ জুন।