এক্সপ্লোর
কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন, জানালেন অভিনেত্রী জারিন খান
ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অভিযোগ নতুন কিছু নয়। বলিউডের অনেক অভিনেত্রীদেরও এর শিকার হতে হয়েছে। তাঁদের সেই তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ্যে অনেকে জানিয়েওছেন। এরইমধ্যে এক অভিনেত্রী তাঁর সঙ্গে এ ধরনের ব্যবহার নিয়ে চাঞ্চল্যকর ঘটনার কথা জানালেন।

মুম্বই: ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অভিযোগ নতুন কিছু নয়। বলিউডের অনেক অভিনেত্রীদেরও এর শিকার হতে হয়েছে। তাঁদের সেই তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ্যে অনেকে জানিয়েওছেন। এরইমধ্যে এক অভিনেত্রী তাঁর সঙ্গে এ ধরনের ব্যবহার নিয়ে চাঞ্চল্যকর ঘটনার কথা জানালেন।
সম্প্রতি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বলিউড অভিনেত্রী জারিন খান জানিয়েছেন, কেরিয়ারের শুরুতে তাঁকে এ ধরনের ব্যবহারের মুখে পড়তে হয়েছিল।ওই ঘটনার কথা জানিয়ে তিনি বলেছেন, সিনেমায় একটি চুম্বন দৃশ্য ছিল। আর সিনেমার পরিচালক তাঁর সঙ্গে জারিনকে ওই দৃশ্যের রিহার্সাল করার প্রস্তাব দিয়েছিলেন। জারিন বলেছেন, এ কথা শুনে তিনি হকচকিয়ে গিয়েছিলেন। পরে কড়া ভাষায় এর জবাব দেন তিনি।
জারিন বলেছেন, আমি কারুর নাম নিতে চাই না। কিন্তু ইন্ডাস্ট্রিতে আমি যখন নতুন এসেছিলাম তখন এক পরিচালক আমাকে বলেছিলেন যে, তোমাকে মনের সঙ্কোচ দূর করতে হবে।
এভাবে ওই পরিচালক তাঁকে ওই দৃশ্যের রিহার্সালের প্রস্তাব দেন। এর জবাবে জারিন দৃঢ় ভাষায় জানিয়ে দেন, চুম্বন দৃশ্যের কোনও রিহার্সাল আমি করব না।
জারিন জানিয়েছেন, আরও একজন তাঁকে বেশি কাজ পাইয়ে দেওয়ার টোপ দিয়েছিলেন। এর জবাবে জারিন বলেছিলেন, নিজের চেষ্টা ও প্রতিভার জেরে কাজ পেতে চান তিনি।
উল্লেখ্য, জারিনের কোনও ফিল্মি ব্যাকগ্রাউন্ড ছিল না। তিনি সলমন খানের বিপরীতে বীর সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করেছিলেন। যদিও ওই সিনেমা বক্স অফিসে সেভাবে সফল হয়নি। তাঁকে কেরিয়ারের শুরুতে দীর্ঘ সময় লড়াই করতে হয়েছে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
POWERED BY
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
আইপিএল
খবর
Advertisement
