Fact Check: আপনার ফোনে এই মেসেজটি এসেছে? ভয়ঙ্কর! লিঙ্ক ক্লিক করলেই মুহূর্তে সব শেষ!
PIB Fact Check: PIBFactCheck- এ বলা হয়েছে, 'সতর্ক থাকুন! এই বার্তাটি #Fake @IndiaPostOffice ঠিকানা আপডেটের জন্য এই ধরনের অনুরোধ পাঠায় না।

ফ্যাক্ট চেক: বর্তমান ডিজিটাল যুগে অনলাইন প্রতারণা বা স্ক্যাম একটি ভয়াবহ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রতিনিয়ত মানুষ নানা ধরনের প্রতারণার শিকার হচ্ছেন, যার ফলে আর্থিক ক্ষতির পাশাপাশি ব্যক্তিগত তথ্য ফাঁসের ঝুঁকিও বাড়ছে।
সম্প্রতি একটি মেসেজ অনেকের ফোনে গিয়েছে যেখানে দেখা যাচ্ছে ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফে গ্রাহকদের বলা হচ্ছে ডেলিভারি সংক্রান্ত বিষয়ে একটি লিঙ্ক ক্লিক করতে। যা ভুয়ো এমনটাই দাবি করেছে ফ্যাক্ট চেক।
কী বলা হচ্ছে সেই মেসেজে?
ওই ভাইরাল 'ভুয়ো' মেসেজে লেখা হয়েছে 'আপনি কি এমন একটি SMS পেয়েছেন যেখানে একটি লিঙ্ক দেওয়া হয়েছে যাতে আপনার পণ্য ফেরত না পাওয়ার জন্য ১২ ঘন্টার মধ্যে আপনার ডেলিভারি ঠিকানা আপডেট করার অনুরোধ করা হয়
PIBFactCheck- এ বলা হয়েছে, 'সতর্ক থাকুন! এই বার্তাটি #Fake @IndiaPostOffice ঠিকানা আপডেটের জন্য এই ধরনের অনুরোধ পাঠায় না। এই ধরনের প্রতারণামূলক লিঙ্কে ক্লিক করা এড়িয়ে চলুন! সর্বদা ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ট্র্যাকিং বিশদ যাচাই করুন। https://indiapost.gov.in অথবা গ্রাহক পরিষেবার সঙ্গে যোগাযোগ করুন।
🚨 Fake SMS Alert!
— PIB Fact Check (@PIBFactCheck) October 18, 2025
Did you receive an SMS with a link urging you to update your delivery address within 12 hours to prevent your product from being returned❓#PIBFactCheck
⚠️Stay cautious! This message is #Fake
✅ @IndiaPostOffice does NOT send such requests for address… pic.twitter.com/7Jb22YMAJH
এগুলিকে বলা হয়, প্রচলিত এ প্রতারণার কৌশলে প্রতারকরা ই-মেইল, মেসেজ বা ওয়েবসাইটের মাধ্যমে বিশ্বাসযোগ্য কোনো প্রতিষ্ঠানের ছদ্মবেশ ধারণ করে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস বা পাসওয়ার্ড হাতিয়ে নেয়। বিভিন্ন ব্যাংক বা সংস্থার নামে ফেক ইমেইল বা মেসেজ পাঠায়। সেই মেসেজে তারা কোনো লিঙ্কে ক্লিক করতে বলে, যেখানে ব্যক্তিগত তথ্য, যেমন—পাসওয়ার্ড, ক্রেডিট কার্ড নম্বর ইত্যাদি চাওয়া হয়। সেই লিঙ্কে ক্লিক করে তথ্য দিলেই প্রতারকরা সেই তথ্য ব্যবহার করে অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করতে পারে।
অনলাইন প্রতারণার মূল কারণগুলো হলো অসচেতনতা, লোভ ও সহজেই কোনো কিছু বিশ্বাস করা। আপনি বা আপনার পরিচিত কেউ যদি কখনো অনলাইন প্রতারণার শিকার হন, তাহলে দ্রুত আইনি সহায়তা নিন এবং পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানান।























