Fact Check: প্যান কার্ড আপডেট না করালে বন্ধ হয়ে যাবে পোস্ট অফিসের অ্যাকাউন্ট ! আসছে মেসেজ ? সতর্ক করল PIB
PAN Card Scam: প্রেস ইনফরমেশন ব্যুরোর পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে এই ধরনের মেসেজ পাঠিয়ে জালিয়াতির (India Post Payments Bank) চেষ্টা চলছে।

PIB Fact Check: ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের গ্রাহকরা অনেকেই অভিযোগ করেছিলেন যে তাদের কাছে এমন মেসেজ আসছে যেখানে লেখা রয়েছে প্যান কার্ড আপডেট না করালে ২৪ ঘণ্টার মধ্যেই তাদের পোস্ট অফিসের অ্যাকাউন্ট (PIB Fact Check) বন্ধ হয়ে যাবে। ব্লক করে দেওয়া হবে গ্রাহকদের অ্যাকাউন্ট। আর এই সমস্ত মেসেজে একটি লিঙ্ক থাকত যেখানে গ্রাহকদের প্যান কার্ডের নম্বর সহ অন্যান্য বেশ কিছু জরুরি তথ্য বসাতে হত। যদিও প্রেস ইনফরমেশন ব্যুরোর পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে এই ধরনের মেসেজ পাঠিয়ে জালিয়াতির (India Post Payments Bank) চেষ্টা চলছে। এই বার্তা ভুয়ো এবং ইন্ডিয়া পোস্ট এই ধরনের কোনও বার্তা গ্রাহকদের পাঠায় না।
প্রেস ইনফরমেশন ব্যুরো কী জানিয়েছে
দাবি- গ্রাহকের প্যান কার্ড আপডেট না করা হলে ২৪ ঘন্টার মধ্যে তার ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হবে।
পিআইবি ফ্যাক্টচেক- এই দাবি সম্পূর্ণ মিথ্যে এবং ভুয়ো। ইন্ডিয়া পোস্ট তাদের গ্রাহকদের কখনও এই ধরনের কোনও বার্তা পাঠায় না। কখনও নিজের ব্যক্তিগত তথ্য এবং ব্যাঙ্কের তথ্য কারও সঙ্গে শেয়ার করবেন না।
Claim: The customer's India Post Payments bank account will be blocked within 24 hours if their Pan card is not updated. #PIBFactCheck:
— PIB Fact Check (@PIBFactCheck) June 24, 2025
❌This claim is #Fake
➡️@IndiaPostOffice never sends any such messages
➡️Never share your personal & bank details with anyone pic.twitter.com/3GxopRY7tR
বড় জালিয়াতি চলছে দেশে
এই জালিয়াতির সঙ্গে যুক্ত প্রতারকরা নিজেদের ব্যাঙ্ক প্রতিনিধি বা সরকারি কর্মী হিসেবে পরিচয় দেয়, যারা কোনও ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে বলেন যে তাদের প্যান কার্ড কোনও অবৈধ কার্যকলাপের সঙ্গে যুক্ত অথবা তাদের প্যান কার্ডের তথ্য আপডেট করতে হবে সম্মতির নিরিখে। আর এভাবে ব্যক্তিদের প্রায়ই ব্যক্তিগত সংবেদনশীল তথ্য যেমন প্যান কার্ডের নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বা অন্যান্য পরিচয়পত্রের নম্বর জানাতে বাধ্য করা হয়। জালিয়াতরা এই তথ্য পাওয়ার পরে অননুমোদিত লেনদেন করতে পারেন। এমনকী ব্যক্তির নামে প্রতারণামূলক অ্যাকাউন্টও খুলতে পারেন।
ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক আগে একটি সমাজমাধ্যম পোস্টে ডিজিটাল ব্যাঙ্কিং দুনিয়ায় নিজের টাকা-পয়সা সুরক্ষিত রাখার কিছু টিপস দিয়েছিল যার মধ্যে অন্যতম হল নিয়ম করে পাসওয়ার্ড আপডেট করা, ভুয়ো কাস্টমার কেয়ার নম্বর থেকে ফোন এলে তা না ধরা, সন্দেহজনক লিঙ্কে ক্লিক না করা। পাবলিক ওয়াইফাইতে কানেক্ট করবেন না, ব্যাঙ্কিং কমিউনিকেশনের বৈধতা যাচাই করে নিন।






















