Fact Check: নিজের মা'কেই বিয়ে পাকিস্তানি যুবকের ! সত্যিটা কী ?
Pakistan Youth Marries his Mother: সম্প্রতি এক পাকিস্তানি যুবক ও তার মায়ের বিয়ের ছবি বিভ্রান্তিকর এক দাবিতে ছড়ায় সমাজমাধ্যমে। ছবিটি শেয়ার করে অনেকে লেখেন নিজের মাকেই বিবাহ করেছেন পাকিস্তানের ওই যুবক।
Claim: ছবিতে দেখা যায় পাকিস্তানের এক যুবক তার মাকে বিয়ে করেছেন।
Fact Check: পাকিস্তানের ওই যুবক তার নিজের মাকে বিয়ে করেননি। অন্য এক ব্যক্তির সঙ্গে তিনি তার মায়ের পুনর্বিবাহের আয়োজন করেন।
সম্প্রতি এক পাকিস্তানি যুবক ও তার মায়ের বিয়ের ছবি বিভ্রান্তিকর এক দাবিতে ছড়ায় সমাজমাধ্যমে। ছবিটি শেয়ার করে অনেকে লেখেন নিজের মাকেই বিবাহ করেছেন পাকিস্তানের ওই যুবক। যাচাই করে দেখা যায়, যুবকটি তার মাকে বিবাহ করেননি। আদতে তিনি তার মায়ের অন্য এক ব্যক্তির সঙ্গে পুনর্বিবাহের আয়োজন করেছেন। পাকিস্তানে নিজের মাকে যুবকের বিয়ের বিভ্রান্তিকর এই দাবি করে ভাইরাল হয় কিছু ফেসবুক পোস্টও। এই পোস্টগুলিকে ঘিরেই শুরু হয় বিতর্ক, সমালোচনা, নিন্দার ঝড়।
পোস্টটি দেখুন এখানে
ফ্যাক্ট চেক
বুম লাইভের ফ্যাক্ট চেক ডেস্কের পক্ষ থেকে লক্ষ্য করা হয়, ভাইরাল ছবিতে "MEWS" লেখা একটি লোগো এবং কিওয়ার্ড সার্চের সাহায্যে ফেসবুকে মিউজের অফিসিয়াল পেজে ভাইরাল ছবিটি দেখতে পাই। ছবিটির ক্যাপশন থেকে জানা যায় আব্দুল আহাদ নামের এক পাকিস্তানি যুবক তার মায়ের পুনর্বিবাহ দিয়েছেন এবং তিনি এই কাহিনি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও শেয়ার করেছেন।
আব্দুল আহাদের পোস্ট
বুম দেখে ২০ ডিসেম্বর, ২০২৪ তারিখে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আব্দুল আহাদ ভাইরাল ছবিটি পোস্ট করেছেন। পোস্টে তিনি জানিয়েছেন, তার মায়ের বিবাহের কথা সমাজমাধ্যমে জানাতে তিনি সংকোচবোধ করছিলেন। তবে, সকলের ভালোবাসা ও সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞ।
পোস্টটি দেখুন এখানে।
আরেকটি পোস্ট দেখুন
এছাড়াও, ১৮ ডিসেম্বর, ২০২৪-এ তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজের ছেলেবেলার ছবি ও ভিডিওর সঙ্গে তার মায়ের পুনর্বিবাহের বিষয়ে পোস্ট করেছেন। পোস্টটিতে বিয়ের দিনের ভিডিওসহ তার মায়ের নিজের স্বামীর সঙ্গে নিকাহতে সই করার দৃশ্যও দেখা যায়।
ভিডিওতে আহাদকে বলতে শোনা যায়, "বিগত ১৮ বছর ধরে, আমি আমার মাকে একটি বিশেষ জীবন দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছি নিজের সামর্থ অনুযায়ী কারণ তিনি আমাদের জন্য তার পুরো জীবন দিয়ে দিয়েছেন। কিন্তু, তার নিজেরও একটি শান্তিপূর্ণ জীবন প্রাপ্য, তাই ছেলে হিসাবে আমি মনে করি আমি সঠিক কাজ করেছি। আমি আমার মাকে ভালোবাসা এবং জীবনকে ১৮ বছর পর দ্বিতীয় সুযোগ দেওয়ার জন্য সমর্থন করেছি। আমার মায়ের জীবনে অন্য কাউকে অগ্রাধিকার হতে দেওয়ার সিদ্ধান্ত খুবই কঠিন ছিল এবং এটি আমার জীবনে করা সবচেয়ে নিঃস্বার্থ কাজ কারণ তিনি আমার জীবনে মা আমার একমাত্র নিজের লোক।"
স্পষ্টীকরণ
উপরন্তু, @all.about.পাকিস্তান নামের এক ইনস্টাগ্রাম পেজ, যারা এই ভিডিও প্রথমদিকে পোস্ট করেছিলেন, তারা একটি ইনস্টাগ্রামের স্টোরিতে স্পষ্ট করে জানায় ইংরেজিতে 'marries off' বাক্যাংশ বিবাহের আয়োজন করা বোঝায়, যুবক তার মাকে নিজেই বিয়ে করেছেন এমনটা বোঝায় না।
ডিসক্লেমার: এই প্রতিবেদনটি প্রকাশ করেছে বুম লাইভ এবং শক্তি কালেক্টিভের অংশ হিসেবে, প্রতিবেদনটির অনুবাদ করেছে এবিপি লাইভ বাংলা।