Fact Check: বারাণসীতে EVM ভর্তি ট্রাক আটকাল আমজনতা, কী উঠে এল ভাইরাল ভিডিওর অনুসন্ধানে ?
NEWSMOBILE Fact Checked: সংশ্লিষ্ট দাবিটি নিয়ে ফ্যাক্ট চেক করে NEWSMOBILE। তাতে কী উঠে এল ?
নয়াদিল্লি : EVM-বাহী একটি ট্রাক ঘিরে রয়েছে মানুষ। সোশাল মিডিয়ায় এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দাবি করা হয়েছে, চলতি লোকসভা ভোটের মধ্যেই এই ট্রাকটিকে পাকড়াও করেছে সাধারণ মানুষ। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, বৃহত্তমে গণতন্ত্রে অবাধ ও স্বচ্ছ ভোট ! মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বৃহত্তম গণতন্ত্রের হত্যাকারী। যে কোনও সভ্য গণতান্ত্রিক দেশে রাজীব কুমারকে অফিস থেকে অপসারিত করা হবে। সুপ্রিম কোর্টের তদারকিতে ভোট পরিচালিত হয়েছিল।
এখানে ভিডিওটি দেখুন
ফ্যাক্ট চেক-
সংশ্লিষ্ট দাবিটি নিয়ে ফ্যাক্ট চেক করে NewsMobile। তাতে কী উঠে এল ? keyword সার্চ করে দেখা যায়, একই ভিডিও Mojo Story ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ৯ মার্চ শেয়ার করা হয়েছিল। যার শিরোনামে লেখা, "উত্তরপ্রদেশ ভোট| EVM চুরির অভিযোগ অখিলেশ যাদবের, EVM-ভর্তি ট্রাক দেখে প্রতিবাদ দলকর্মীদের ( UP Election| Akhilesh Yadav Alleges EVM Theft, Party Workers Protest After Spotting Trucks With EVMs।"
আরও অনুসন্ধানে দেখা যায়, Quint Hindi ইউটিউব চ্যানেলেও একই রকম একটি ভিডিও ২০২২ সালেরই ৮ মার্চ আপলোড করা হয়েছে। যার শিরোনাম, UP Election 2022: वाराणसी में EVM चोरी का आरोप, SP कार्यकर्ताओं ने घेरी गाड़ी (English translation: UP Election 2022: Allegations of EVM theft in Varanasi, SP workers surrounded the vehicle). ভাল করে ভিডিওটি দেখার পর, লক্ষ্য করা যায় বাক্সয় হলুদ ও গোলাপি রঙের স্টিকার রয়েছে । যার ওপরে লেখা, 'প্রশিক্ষণ/সচেতনতা।'
আরও Keyword সার্চ করে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ২০১৯ সালের একটি নথি পাওয়া যায় । যাতে উল্লেখ করা, 'প্রশিক্ষণ ও সচেতনতার জন্য দেওয়া CU ও BU-তে হলুদ রঙের স্টিকার যোগ করতে হবে।' স্টিকারে পরিষ্কার করে রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের নাম, বিধানসভা কেন্দ্রের নাম ও নম্বর লেখা থাকতে হবে।। প্রশিক্ষণ/সচেতনতা CU ও BU-র স্টিকারে লেখা থাকবে।'
এর পাশাপাশি Indian Express-এর একটি প্রতিবেদনও পাওয়া যায়। যাতে বলা হয়েছে, উত্তরপ্রদেশের অখিলেশ যাদব ভোটার জালিয়াতির অভিযোগ করার পর, বারাণসীর জেলাশাসক কৌশল শর্মা বলেন, "একটি ট্রাকে ২০টি মেশিন ছিল, যেটা থামায় সাধারণ মানুষ। তাঁদের মধ্যে একটা বিভ্রান্ত ছড়ায় যে ভোটের EVM নিয়ে যাওয়া হচ্ছে কি না। সব প্রার্থী ও ম্যাজেস্ট্রটদের বিষয়টি নিশ্চিত করার জন্য ডাকা হয়। ২০টি মেশিন ছিল ট্রেনিংয়ের জন্য। সেগুলি ভোটের EVM নয়। ভোটে যেসব মেশিন ব্যবহার করা হয়েছিল, তার একটি হার্ড কপি প্রার্থীদের দিয়ে দেওয়া হবে। তাছাড়া, আমরা সিদ্ধান্ত নিয়েছি, EVM ছাড়াই প্রশিক্ষণ দেওয়া হবে। অন্যান্য বিষয়গুলি তদন্ত করা হবে।"
কাজেই, ভিডিওটি পুরনো এবং বিভ্রান্তিকর দাবি করে সেটি ছড়িয়ে দেওয়া হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।