Fact Check: এবিপি আনন্দে সম্প্রচারিত খবর বিকৃত করে প্রচার! কী সেই ভুয়ো পোস্ট?
Lok Sabha Poll 2024: বেশ কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বিকৃত করে তৈরি ওই স্ক্রিনশট পোস্ট করে ভুল তথ্য পরিবেশন করা হয়েছে।
কলকাতা: এবিপি আনন্দের খবরকে বিকৃত করে সেই স্ক্রিনশট (Face Screenshot in Social Media) পোস্ট করা হল সোশ্যাল মিডিয়ায়। একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এবিপি আনন্দে (ABP Ananda) সম্প্রচারিত খবর দাবি করে একটি স্ক্রিন শট ভাইরাল করা হয়েছে। যা এবিপি আনন্দে সম্প্রচারিত খবর নয়। সম্প্রচারিত খবরের স্ক্রিনশট নিয়ে সেটা এডিট করে কিছু বদল করে ভুল তথ্য দিয়ে এই ভুয়ো পোস্টটি করা হয়েছে।
কী রয়েছে সেই পোস্টে?
ব্যারাকপুর লোকসভা (Lok Sabha Election 2024) আসনের ভোটে কে জয়ী হতে পারে তা দেখানো হয়েছে ওই পোস্টে। কিন্তু এবিপি আনন্দে সম্প্রচারিত খবরে তা ছিল না। অন্য এক প্রার্থী জয়ী হতে পারেন, এমনই দেখানো হয়েছিল ওপিনিয়ন পোলে নিয়ে সম্প্রচারিত হওয়া ওই খবরে। কিন্তু কারিকুরি করে ওই ছবি ও নাম বদলে দিয়ে ভুয়ো পোস্ট করা হয়েছে।
এখানে রইল আরও একটি এমন পোস্টের লিঙ্ক
আসল খবর কী?
এবিপি আনন্দে সম্প্রচারিত এই খবর যা ছিল, তা বিকৃত করে এই স্ক্রিনশট তৈরি করে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে হয়েছে। আসল খবরের ইউটিউব লিঙ্ক রাখা হল এখানে
বিষয়টি নিয়ে সরব হয়েছেন ব্যারাকপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী অর্জুন সিংহ (Arjun Singh Reaction)। X হ্যান্ডেল এবং ফেসবুক প্রোফাইলে আসল এবং ভুয়ো এই দুটি ছবি পাশাপাশি রেখে বিষয়টি নিয়ে সরব হয়েছেন তিনি। বেশ কিছু অভিযোগও তুলেছেন তিনি। X হ্যান্ডেলে বিষয়টি নিয়ে পোস্ট করে নির্বাচন কমিশনকে বিষয়টি নিয়ে পদক্ষেপ করার দাবি করেছেন তিনি। পাশাপাশি ব্য়ারাকপুর পুলিশের কাছে বিষয়টি নিয়ে পদক্ষেপ করার আর্জিও জানিয়েছেন।
The @AITCofficial has stopped too low. Though it claims that its leader @MamataOfficial is the epitome of truth but the party and its controlling agency @IndianPAC has to resort to forgery and has to make a doctored clip of @abpanandatv @IamSumanDe, a reputed media house to show… pic.twitter.com/DkuKbTHtUt
— Arjun Singh (Modi Ka Parivar) (@ArjunsinghWB) May 19, 2024
২০মে দেশে লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ হবে। বাংলাতেও বেশ কিছু আসনে হবে ভোটগ্রহণ। বনগাঁ, ব্যারাকপুর, শ্রীরামপুর, উলুবেড়িয়া, হাওড়া, আরামবাগ, হুগলি লোকসভা আসনে ২০ মে ভোটগ্রহণ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।